এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন ধামাকা! এবার চিপস কিনলে দুর্দান্ত উপহার দেবে এয়ারটেল? অবাক না হয়ে জেনে নিন বিস্তারিত!

নতুন ধামাকা! এবার চিপস কিনলে দুর্দান্ত উপহার দেবে এয়ারটেল? অবাক না হয়ে জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের মধ্যে ফ্রী জিনিস পাওয়ার একটা অদম্য আশা অনেকেই হয়ত লক্ষ করেছেন। মানে ধরুন যে প্রোডাক্টটি আপনি কেনেন, কোনো মাসে তাতে যদি একটু বেশি পাওয়া যায়, বা তার সঙ্গে কিছু এক্সট্রা পাওয়া যায় তাহলে কি ভালই না লাগে। অনেকে আবার এমনও আছেন যারা কিনা ফ্রী পাওয়া যায় এমন জিনিস বেছে বেছে কেনেন। তবে আপনিও যদি হন সেই দলে, তবে আপনার জন্য এয়ারটেল নিয়ে এলো সুন্দর একটি অফার।

এই কথা শুনে যদি আপনি ভেবে থাকেন যে রিচার্জের কোনো ডিসকাউন্ট বা নতুন রিচার্জ প্ল্যান আসছে, তাহলে কিন্তু ভুল ভাববেন। উল্টে এয়ারটেলের চেয়ারম্যান কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী মাস ছয়েকের মধ্যে নাকি কমার বদলে উল্টে বাড়তে পারে রিচার্জের খরচ। সেক্ষেত্রে ১ জিবি ডেটা পরিষেবার জন্য গ্রাহককে ১০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। আর তাঁর সেই কথায় খুব স্বাভাবিক ভাবেই ইউজারদের কপালে ভাঁজ পড়েছিল। তবে এবার তাদের জন্যেই সুখবর নিয়ে এলো এয়ার্টেল।

এবার চিপসের প্যাকেট কিনলেই যেকোনো গ্রাহক বিনামূল্যে পেয়ে যাবেন ২জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা! না না, মোটেই ভুল দেখেননি। সত্যিই এমন ঘটনা সম্ভব বলে মনে করা হচ্ছে। সম্প্রতি পেপসিকো ইন্ডিয়ার সঙ্গে নতুন চুক্তি করেছে এয়ার্টেল। আর এই দুর্দান্ত অফার তারই আউট কাম। ব্যাপারটা হচ্ছে যতবারই গ্রাহক এই কোম্পানির কোনো প্রোডাক্ট, যেমন- লেস, কুরকুরে, বা যে কোনো চিপসের প্যাকেট-সহ পেপসিকো কোম্পানির প্রোডাক্ট কিনবেন, ততবার তাঁর মোবাইলে পেয়ে যাবেন ফ্রি ডেটা। কিন্তু কীভাবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই প্রশ্নের উত্তরে জানা যায়, প্রতিবারের মত চিপস খেয়ে প্যাকেট ফেলে, হাত মুছে ফেললে হবে না। প্যাকেটও কিন্তু মূল্যবান। কারণ ওই প্যাকেটের পিছনের দিকেই থাকবে একট কুপন কোড। গ্রাহক যেমন দামের প্যাকেট কিনবেন, ঠিক তেমন কুপনও পাবেন। গ্রাহক যদি ১০ টাকার চিপসের প্যাকেট কেনেন সেক্ষেত্রে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটার কুপন পাবেন। আবার ২০ টাকার প্যাকেট কিনলে পাবেন ২ জিবি ডেটার কুপন।

রিচার্জ পদ্ধতি:- প্রতিটা প্রোডাক্টের প্যাকেটের পিছনে দেওয়া একটি কোডকে প্রথমে খুঁজে বের করতে হবে। এরপর সেটি পেয়ে গেলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার ফোনে আগে থেকে অ্যাপটি ইন্সটল করা থাকলেও হবে। এবার সেখানে ‘মাই কুপন’ সেকশনটিতে গিয়ে প্যাকেটের ওই কোডটি দিতে হবে। এরপরই আপনার ফোনে একটি এসএমএসের মাধ্যমেই জেনে যাবেন যে গ্রাহক ফ্রি ডেটা পেয়ে গিয়েছেন। ডেটা প্যাকটি অ্যাকটিভ হওয়ার পর তিনদিন পর্যন্ত ডেটার মেয়াদ থাকবে। এ প্রসঙ্গে টেলিকম সংস্থাটির তরফে জানা গেছে, মূলত, গ্রাহকদের সেরা নেটওয়ার্ক দেওয়াই তাদের নাকি মূল উদ্দেশ্য। তাই এই অভিনব উপায়। তাহলে দেরি না করে আজই ট্রাই করে দেখতে পারেন কিন্তু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!