এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > নতুন দুটি কেন্দ্রের প্রার্থী নাম প্রকাশ্যে বিজেপির, প্রার্থী তালিকায় স্থান পেলেন টালিগঞ্জের পরিচিত মুখ

নতুন দুটি কেন্দ্রের প্রার্থী নাম প্রকাশ্যে বিজেপির, প্রার্থী তালিকায় স্থান পেলেন টালিগঞ্জের পরিচিত মুখ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের নির্বাচনী ঘোষণা হয়ে যাবার পর এবার একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা চলছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে 291 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি গেরুয়া শিবিরের কিয়দংশ এবং রাজ্যের সংযুক্ত মোর্চার কয়েকটি আসনের প্রার্থী ঘোষণা হয়েছে। কিন্তু আজ হঠাৎ করেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দুটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল। প্রথম থেকেই জল্পনা চলছিল খড়গপুর সদর কেন্দ্র নিয়ে। অনেকেই মনে করেছিলেন, খড়গপুর সদর কেন্দ্রে সাংসদ দিলীপ ঘোষ এবার বিধায়ক পদে লড়াইতে নামবেন। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দেখা গেল খড়গপুর সদর কেন্দ্রে তারকা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। পাশাপাশি বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন গেরুয়া শিবির থেকে সুপ্রীতি চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা হিরণ। তিনি বিজেপিতে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, তৃণমূলে শুধুমাত্র তাঁকে প্রচারের কাজে ব্যবহার করা হত। মানুষের সেবার কাজে তাঁকে নিয়োগ করা হয়না। বিজেপিতে যাবার পর তিনি মানুষের জন্য কাজ করার আবেদন জানিয়েছিলেন। মনে করা হচ্ছে, তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে টালিগঞ্জের এই তারকাকে টিকিট দিল বিজেপি নেতৃত্ব।

কিন্তু অভিনেতা হিরণ টিকিট পেলেন খড়গপুর সদর কেন্দ্রে, যে কেন্দ্রে 2016 সালে কংগ্রেসের জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বিধায়ক পদে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 2019 সালে লোকসভা নির্বাচনেও তিনি মেদিনীপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই আসনেই। খুব স্বাভাবিকভাবেই খড়গপুর কেন্দ্রে দিলীপ ঘোষের প্রভাব সুবিশাল বলে ধরে নেওয়া হয়। উপনির্বাচনে কিন্তু এই কেন্দ্রে গেরুয়া শিবিরের হার হয়। এবং তারপরেই একুশের নির্বাচনে খড়গপুর কেন্দ্রের দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে সব জল্পনা শেষে প্ররার্থী টিকিট পেলেন অভিনেতা হিরণ। অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে 2016 সালে সিপিএমের টিকিটের জয়লাভ করেছিলেন সুজিত চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি হারিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চট্টোপাধ্যায়কে। কিন্তু সময়ের সাথে সাথে বামেদের ক্ষমতা কমেছে, গেরুয়া শিবির মাথাচাড়া দিয়েছে এই কেন্দ্রে। ফলস্বরূপ লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় শক্তিসঞ্চয় করে গেরুয়া শিবির। তাই এবার বিজেপির টিকিটে এই আসনে লড়তে চলেছেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। দেখা যাচ্ছে, দু’দফার মোট ষাটটি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল গেরুয়া শিবিরের। 59 টি আসনে গেরুয়া শিবির নিজেই লড়াই করছে। একটিমাত্র আসন তাঁরা ছাড়ছে জোটসঙ্গী আজসুর জন্য।

বিশেষজ্ঞদের মতে, খড়গপুর সদর কিন্তু খুব স্বাভাবিকভাবেই অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র এবারের নির্বাচনে। যেহেতু দিলীপ ঘোষ এলাকার পরিচিত মুখ, তাই এলাকাবাসীরা দিলীপ ঘোষের বদলে তারকা প্রার্থী হিরণকে কতটা মেনে নেবেন তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। অন্যদিকে বাঁকুড়া জেলায় কিন্তু গেরুয়া শিবিরের ক্ষমতা বেড়েছে লোকসভা নির্বাচনের পর থেকে। সে জায়গায় নিশ্চিত থাকা যায় গেরুয়া ভোট নিয়ে। আপাতত নজর থাকবে নতুন প্রার্থী তালিকা গেরুয়া শিবিরের কর্মীদের কতটা খুশী করতে পারে!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!