এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার দ্বিতীয় ঢেউ কি চীনে? প্যাকেট ফুড থেকেই করোনা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে? সামনে নতুন তথ্য

করোনার দ্বিতীয় ঢেউ কি চীনে? প্যাকেট ফুড থেকেই করোনা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে? সামনে নতুন তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণকালে সবার আগে নাম উঠে এসেছিল আন্তর্জাতিক দেশ চীনের। চীনের উহান প্রদেশ থেকেই প্রথম করোনা সংক্রমণ হয়। এবং দাবি করা হয় বিভিন্ন মহলে সি-ফুড থেকে এই সংক্রমণ ছড়িয়েছে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ করোনার সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলেও চীন কিন্তু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। কিন্তু এই অবস্থায় নতুন করে আবার চিনে দেখা মিলল করোনার। আর তাই নিয়ে আতঙ্কে বেজিং প্রশাসন। করোনা কালে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, প্যাকেটজাত খাবারে করোনা সংক্রমণের কোনো আশঙ্কা নেই।

সেক্ষেত্রে সি ফুডের ওপর যথেষ্ট আস্থা রাখার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সেই প্যাকেটজাত সি-ফুডেই মিলল করোনা ভাইরাস। সম্প্রতি চীনের কুইঙ্গদাওয়ের স্বাস্থ্য বিভাগের তথ্য নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। চীনের বন্দরে দুই কর্মীর শরীরে লক্ষণহীন করোনার অস্তিত্ব টের পাওয়া গেছে। এবং তখনই দেখা গেছে, প্যাকেটজাত খাবারে রয়েছে করোনা ভাইরাসের চিহ্ন। গোটা বিশ্বে করোনা প্রকোপ বাড়ার পর থেকেই সি ফুড আমদানি বন্ধ করে দিয়েছিল চীন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আবার নতুন করে করোনার আতঙ্ক ছড়ানোয় ফ্রোজেন ফুড নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছে বেজিং সরকার বলে মনে করা হচ্ছে। কুইঙ্গদাওয়ের শ্যানডন প্রদেশে ফ্রোজেন ফুড স্থানান্তরিত করার কাজে যুক্ত বন্দর কর্মীদের মধ্যে দুজনের শরীরে করোনার উপসর্গ মেলে। সাথে সাথেই তাঁদেরকে এবং 2 করণা পজিটিভ এর সংস্পর্শে আসা 132 জনকে আইসোলেশনে পাঠানো হয়। তবে 132 জনের মধ্যে 129 জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে বেজিংয়ে জোড়া আতঙ্ক। প্রথমত লক্ষণহীন করোনার সংক্রমণ এবং ফ্রোজেন ফুড এবং প্যাকেটজাত মাংসে করোনার সন্ধান।

অন্যদিকে চীনা বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্যাকেটজাত খাদ্যপণ্যের হাত ধরে করোনা এক দেশ থেকে অন্য দেশে ছড়াচ্ছে। একাধিক দেশের বন্দর কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে বিজ্ঞানীদের অন্য অংশ মনে করেন, খাদ্যপণ্য স্থানান্তরের ক্ষেত্রে করোনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। করোনা নিয়ে বিশ্বের আতঙ্ক এখনো কাটেনি। কারণ বিশ্বের অনেক দেশ এখনো চূড়ান্তভাবে সংক্রামিত। এই অবস্থায় চীনে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মেলায় সেখানেও শুরু হয়েছে তীব্র আতঙ্ক। দীর্ঘদিন পরে চীনে করোনা রোগীর খোঁজ পাওয়া গেল। আপাতত বেজিং সরকার পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!