এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নতুন করে কি দিলীপ-সৌমিত্র দ্বন্দ্ব বাড়ছে? নবান্ন অভিযান ঘিরে তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে!

নতুন করে কি দিলীপ-সৌমিত্র দ্বন্দ্ব বাড়ছে? নবান্ন অভিযান ঘিরে তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -2021 এর বিধানসভা নির্বাচন বিজেপির কাছে প্রধান টার্গেট। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরানো যেখানে বিজেপি’র অন্যতম লক্ষ্য হওয়া উচিত, সেখানে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় পুরনো বনাম নতুন বিজেপি নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। যার জেরে অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। পরিস্থিতি আয়ত্তে আনার জন্য রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে বারবার কড়া বার্তা দেওয়া হলেও কোনমতেই সেই দ্বন্দ্ব মেটানো সম্ভব হচ্ছে না।

যার জেরে বিজেপির মত সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দলেও এইরকম দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় রীতিমত হিমশিম খেতে হচ্ছে পদ্ম শিবিরকে। সূত্রের খবর, এবার রাজ্য বিজেপির যুব মোর্চার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যেখানে আগামী 8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযান কর্মসূচির পুরো দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে গোষ্ঠী কোন্দল। যার ফলে রীতিমত অস্বস্তিতে গোটা বিজেপি পরিবার।

জানা গেছে, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযান কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সহ-সভাপতি তাপস ঘোষ এবং রাজু সরকারকে তার আহ্বায়ক করা হয়েছে। আর তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা। এদিন যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে এবং আরেক সম্পাদক গোবিন্দ রায়কে গোটা বিষয় জানাতে হবে বলে দাবি জানান। আর সেখানেই যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানিয়ে দেন, জেলা সভাপতিদের নবান্ন অভিযানের প্রস্তুতির বিষয়ে যাবতীয় তথ্য তাপস এবং রাজুকেই জানাতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই গোটা ঘটনায় সৌমিত্রবাবুর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকে বলছেন, এর আগে বিভিন্ন জেলার যুব সভাপতিদের তালিকাকে কেন্দ্র করে দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁয়ের মতপার্থক্য সামনে চলে আসে। পরবর্তীতে বাধ্য হয়ে দিলীপবাবুর নির্দেশে সেই তালিকা তুলে নিতে হয় সৌমিত্র খাঁকে। আর এবার যুব মোর্চার রাজ্য পদাধিকারীদের তালিকা বেরোনোর পর থেকেই যেভাবে প্রকাশ দাসকে নিয়ে সেই সৌমিত্র খাঁ এবং দিলীপ ঘোষের মধ্যে মতপার্থক্য সামনে চলে এল, তাতে নতুন করে বিড়ম্বনায় পড়ল ভারতীয় জনতা পার্টি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অনেকে বলছেন, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এই প্রকাশ দাসকে যুব মোর্চা সাধারণ সম্পাদক পদ থেকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত প্রকাশবাবু সেই পদে রয়েছেন। স্বাভাবিকভাবেই সৌমিত্র খাঁয়ের সঙ্গে দিলীপ ঘোষের অনুগামী প্রকাশ দাসের দ্বন্দ্ব তৈরি হল বলেই মনে করছেন বিজেপির একাংশ। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে?

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, “এটা ছোট বিষয়। আমাদের দলে সাধারণ সম্পাদককে রিপোর্ট করার রেওয়াজ আছে। তবে নবান্ন অভিযানের ক্ষেত্রে ওই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত দুই আহ্বায়ককে রিপোর্ট করতে হবে।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!