এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন পরিষেবার হাত ধরে আকর্ষণীয় ভাবে শুরু করছে BSNL! ঘুম উড়তে চলেছে জিও-এয়ারটেলের?

নতুন পরিষেবার হাত ধরে আকর্ষণীয় ভাবে শুরু করছে BSNL! ঘুম উড়তে চলেছে জিও-এয়ারটেলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের বাজারে প্রতিনিয়ত একে-অপরকে টেক্কা দিয়ে চলেছে বিভিন্ন মোবাইল সংস্থাগুলি। লকডাউনের সময়কাল থেকেই সাধারণ মানুষের কাছে ইন্টারনেটকে আরো সহজলভ্য করে তোলার জন্য বিভিন্ন মোবাইল সংস্থাগুলি একের পর এক প্ল্যান নিয়ে এসে হাজির হয়েছিল। যার অনেকগুলি যথেষ্ট সাশ্রয়যোগ্য বলেও দাবি করা হয়েছে। তবে ভারতের মোবাইলের বাজারে সস্তার বাজার ধরতে রিলায়েন্স জিও এখনো পর্যন্ত প্রথম স্থান অধিকার করে আছে।

তবে জিওর পেছনেই প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এয়ারটেল। তবে বিএসএনএলও পিছিয়ে থাকার নয়। অন্যান্য মোবাইল সংস্থাকে টেক্কা দিয়ে এবার বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছানোর লক্ষ্যে বিএসএনএল এগিয়ে এসেছে। এবার বিএসএনএলের ‘Bharat fiber’ অপটিক কানেকশন বাড়ী বসেও পাওয়া সম্ভব হবে। আর তার জন্য বিএসএনএলের পোর্টাল ‘BookMyFiber’ এ গিয়ে আবেদন করলে সংশ্লিষ্ট অঞ্চলের বিএসএনএলের আধিকারিকরা প্রথমে ফোন করবে গ্রাহককে এবং তারপরে গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে ভারত ফাইবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিএসএনএল এর পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের অফিশিয়াল পোর্টাল ‘BookMyFiber’ এ গেলে ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে এলাকা চিহ্নিত করে নেবে। আর তারপর শুধু পিনকোড, মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিলেই কাজ শেষ। জানা যাচ্ছে, সব থেকে কম দামি প্ল্যানটির মূল্য 429 টাকা। যদিও এটি শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট অঞ্চল ছাড়া মিলবে না বলে খবর। এছাড়া প্রাথমিক যে প্ল্যানটি, তার দাম নির্ধারণ করা হয়েছে 499 টাকা। পাশাপাশি সর্বোচ্চ প্ল্যানের দাম 16999 টাকা। জানা যাচ্ছে, 200 মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পাওয়া যাবে এই প্ল্যানে।

অন্যদিকে জিও বহু আগেই চালু করে ফেলেছে জিও ফাইবার পরিষেবা। এয়ারটেল এর পক্ষ থেকেও ইতিমধ্যে চালু হয়ে গেছে ফাইবার পরিষেবা। তবে বিএসএনএল যেহেতু সরকারি সংস্থা, তাই অন্য দুই টেলিকম কোম্পানি অপেক্ষা বিএসএনএল যে সস্তা হবে সে কথা বলাই বাহুল্য। তবে বিএসএনএল গ্রাহকদের সবথেকে বড় অভিযোগ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দ্রুত পরিষেবা না পাওয়া। তবে বিএসএনএল দাবি জানাচ্ছে, এফটিটিএইচ ব্রডব্যান্ড ব্যবসায় যেহেতু স্থানীয় কেবল অপারেটররাইয়বা ডিটিএইচ দায়িত্বে থাকবেন, তাই এধরনের কোনো সমস্যা হবেনা। তবে বিশেষজ্ঞদের মতে, বিএসএনএল যতটা সস্তায় গ্রাহকদের হাতে ফাইবার অপটিক পরিষেবা তুলে দেবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, তা কিন্তু অন্যরা পারবে না।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!