এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন রূপে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান-সংযুক্তিকরণের পর কি পরিবর্তন?

নতুন রূপে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান-সংযুক্তিকরণের পর কি পরিবর্তন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই মোহনবাগান এবং কলকাতার আরেক বিখ্যাত ক্লাব আতলেতিকো কলকাতার সংযুক্তিকরণ হয়েছে সে খবর সবার জানা। কিন্তু তারপরেই সবুজ মেরুন সর্মথকরা বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব নিয়ে দিন কাটাচ্ছিল। প্রশ্ন উঠেছিল, এবার কি তাহলে সবুজ মেরুন এর বদলে লাল-সাদা জার্সিতে নামতে চলেছে চিরিপরিচিত মোহনবাগান? নাকি পালতোলা নৌকার বদলে ডানাওলা সিংহ গর্জন করবে ময়দানে? আদপে কোন নতুন রূপে এবার মোহনবাগান ক্লাব মাঠে নামতে চলেছে তা নিয়ে কৌতুহলের শেষ ছিলনা।

আর সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার মোহনবাগান এবং এটিকের পক্ষ থেকে প্রথমবার অনলাইন বৈঠক হয় বলে জানা গেছে। এবার থেকে এটিকে এবং মোহনবাগান ক্লাব সংযুক্ত হওয়ার ফলে আগামী মরসুম থেকে আইসিএল প্রতিযোগিতায় নামতে চলেছে মোহনবাগান। আপাতত আজকের দুই ক্লাবের বৈঠকের পর জানা গেছে, নতুন দলের নাম হবে এটিকে মোহনবাগান। শুধু তাই নয়, নতুন রূপে মোহনবাগানের ঐতিহ্যবাহী পালতোলা নৌকাকে দেখা যাবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও মোহনবাগান এবার সামনে আসতে চলেছে তাঁদের চিরপরিচিত সবুজ মেরুন জার্সিতেই। এ প্রসঙ্গে এটিকে মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বোস এবং দেবাশীষ দত্ত জানিয়েছেন, মোহনবাগান সমর্থকরা যাতে খুশি হন তার জন্যই জার্সির রং এবং লোগো অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে মোহনবাগান এবং এটিকে সংযুক্তিকরণে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা এটিকে মোহনবাগানের সহ কর্ণধার সৌরভ গাঙ্গুলী।

তিনি দুই দলের সংযুক্তিকরণ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে শতাব্দী প্রাচীন দলের জার্সির রং এবং লোগো যে কতটা আবেগ ও পরম্পরা ধরে রেখেছে সে ব্যাপারে অবশ্য মোহনবাগান কর্তাদের যথেষ্ট ব্যাখ্যা দিতে হয়েছে বলে মনে করা হচ্ছে। এ দিনের বৈঠকে এটিকে এবং মোহনবাগান সংযুক্তিকরণ এর পর যে জটিলতা দেখা গিয়েছিল তা যে পুরোপুরি দূর হয়েছে এবং নতুন সফর শুরু করতে চলেছে মোহনবাগান সে বিষয়ে নিশ্চিত ময়দান জগত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!