এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নতুন সমীকরণের খোঁজে এবার কংগ্রেস শিবিরে প্রশান্ত কিশোর, বাড়ছে জল্পনা

নতুন সমীকরণের খোঁজে এবার কংগ্রেস শিবিরে প্রশান্ত কিশোর, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রশান্ত কিশোর, কার্যত এই নামটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। 2019 এর লোকসভা নির্বাচনে বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া মাত্রই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের সঙ্গে। তাঁর হাত ধরেই ভোট বৈতরণী ভালোভাবেই পেরিয়ে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচন। সেই কর্মকাণ্ডের ধারক যে প্রশান্ত কিশোর হবেন তা নিয়ে ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই উদ্দেশ্যেই এবার কংগ্রেসের ঘরে পৌঁছালেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর একের পর এক মোদি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন। এবার জাতীয় রানীতিতে জল্পনা উস্কে দিয়ে প্রশান্ত কিশোর দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও দেখা করে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। প্রসঙ্গত কিছুদিন আগেই প্রশান্ত কিশোর দেখা করেছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে। একবার নয়, দু-দুবার বৈঠক হয় প্রশান্ত কিশোরের সঙ্গে মারাঠা স্ট্রং ম্যানের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার রাহুল গান্ধীর বাড়িতে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। এই বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কে সি বেণুগোপাল। প্রথম থেকেই আভাস পাওয়া যাচ্ছিল এবার হয়তো 2024 এর লোকসভা নির্বাচনে মোদি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করে লড়াই হবে। সেই অনুযায়ী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেন অন্যান্য বিরোধী দলগুলি। তবে শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে কংগ্রেসের কোন নেতা উপস্থিত ছিলেননা। তাই অনুমান করা হয়েছিল, হয়তো তৃতীয় ফ্রন্ট আবারও সামনে আসতে পারে।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য ছবি। আজকে রাহুল গান্ধীর বাড়িতে প্রশান্ত কিশোরের যাওয়া জাতীয় রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপাতত একুশের বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জি কার্যত মোদি বিরোধী মুখ হয়ে দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতিতে। সেক্ষেত্রে কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা মোদি বিরোধী হিসাবে মুখ হিসেবে জাতীয় রাজনীতিতে মেনে নিতে পারেন, তা নিয়ে অবশ্য জল্পনা চলছে। আর এই হিসাব কিভাবে মেলান প্রশান্ত কিশোর সেদিকেও রয়েছে কড়া নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!