এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নতুন শক্তিতে বলীয়ান সেনাবাহিনী! অবশেষে ভারতের হাতে রাফাল! লালফৌজের লাল চোখ দেখানোর দিন শেষ?

নতুন শক্তিতে বলীয়ান সেনাবাহিনী! অবশেষে ভারতের হাতে রাফাল! লালফৌজের লাল চোখ দেখানোর দিন শেষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গালওয়ান সীমান্তে ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে এখনো চর্চা চলছে জোরকদমে। অন্যদিকে এই মুহূর্তে ভারত চীন যুদ্ধকালীন পরিস্থিতি না থাকলেও ভবিষ্যতে যে এ ধরনের পরিস্থিতি আসবেনা তার কোন স্থিরতা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে ইতিমধ্যেই ভারতীয় সেনারা যথেষ্ট তৎপর বলে শোনা যাচ্ছে। আর চীনকে কড়া টক্কর দিতে প্রস্তুতি নেওয়ার শুরুতেই ভারতের জন্য সুখবর। খুব শীঘ্রই ভারতের মাটি ছুঁতে চলেছে রাফায়েল বিমান।

যদিও এই বিমানের আসার কথা ছিল মে মাসে। কিন্তু করোনার কারণে পরিকল্পনা কিছুটা পিছিয়ে যায়। কিন্তু এবার অবশেষে আগামী বুধবার ফ্রান্স থেকে সোজা হরিয়ানার আম্বালা বায়ু সেনা ঘাঁটিতে নামতে চলেছে পাঁচটি রাফায়েল বিমান। জানা গেছে, দূরপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র যুক্ত হয়ে ভারতের মাটিতে নামতে চলেছে রাফায়েল বিমানগুলি। অন্যদিকে ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্স থেকে ওড়ার পর সাময়িক বিরতি নেবে আবুধাবির এয়ারবেসে।

মাঝরাস্তায় দুবার জ্বালানি ভরতে হবে ফাইটার জেটগুলিকে বলে জানা গেছে। ইতিমধ্যে ফ্রান্সের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দশটি রাফায়েল তৈরি রয়েছে ভারতের জন্য। যার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফায়েল ভারতে পৌঁছাতে চলেছে এবং আগামী বছরের মধ্যে আরো 36 টি রাফায়েল বিমান ভারতে পৌঁছাবে দাসো অ্যাভিয়েশনের পক্ষ থেকে। অন্যদিকে সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাতদিনের মধ্যে এই পাঁচটি রাফায়েলকে সোজা পূর্ব লাদাখ পাঠিয়ে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, যে পাঁচটি রাফায়েল বিমান ভারতে আসতে চলেছে সেগুলি ওড়ানোর জন্য ইতিমধ্যে ভারতের 10 জন পাইলট প্রশিক্ষণ নিয়েছেন ফ্রান্সে গিয়ে। ফ্রান্সে তৈরী রাফায়েল যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি এবং মাঝ-আকাশে কিভাবে জ্বালানি ভরতে হবে তার প্রক্রিয়া জানতে আরো 36 জন  বায়ুসেনার পাইলটের ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ঠিক আছে 5 টি রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্স থেকে ভারতে আসবে। তবে সেই সংখ্যা ছয় হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

2007 সাল থেকে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিমান কেনার। শুরুতে সেই সময় বহু বিমানসংস্থা প্রতিযোগিতায় নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবথেকে কম দড় দিয়ে এগিয়ে যায় দাসো অ্যাভিয়েশন। মনে করা হচ্ছে, ভারতের হাতে যেভাবে অস্ত্র আসছে তাতে অবশ্যই ভারতের শক্তি বেশ কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত চীন আন্তর্জাতিক সম্পর্ক এই মুহূর্তে তলানীতে। এই অবস্থায় রাফায়েলের মতন মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফট ভারতের হাতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!