এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন তৃণমূল ভবনে নয়া নিয়ম , জনসংযোগে বড় নির্দেশ মমতার !

নতুন তৃণমূল ভবনে নয়া নিয়ম , জনসংযোগে বড় নির্দেশ মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের নতুন ভবনের শুভ সূচনা হয়েছে। মেট্রোপলিটনের কাছে তৃণমূলের এই নতুন ভবনে গিয়ে তার প্রশংসা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই তৃণমূল ভবনে যাতে সকল নেতা-কর্মীরা উপস্থিত থাকেন এবং প্রত্যেকে যাতে কর্মীদের সঙ্গে কথা বলেন, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হল। যেখানে সপ্তাহের সোমবার থেকে রবিবার পর্যন্ত কার্যত সময় ধরে ধরে কখন কোন নেতা বসবেন, তার তালিকা প্রকাশ্যে নিয়ে এলো শাসক দল।

সূত্রের খবর, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ্যে আনা হয়। যেখানে যুব থেকে শুরু করে শ্রমিক, সংখ্যালঘু থেকে শুরু করে বুদ্ধিজীবী, কৃষক থেকে শুরু করে শিক্ষক সমস্ত সংগঠনের সভানেত্রীরা কবে, কখন তৃণমূল ভবনে বসবেন, তা ঠিক করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দলকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে অভিযোগ ছিল যে, তৃণমূল ভবনে গেলেও নেতারা কর্মীদের সঙ্গে ঠিক মত দেখা করেন না। তবে এই পরিস্থিতিতে নতুন তৃণমূল ভবনে যে সকলের বসার নির্দিষ্ট সময়ে রয়েছে, তা পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!