এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ! এবার বাড়ির দরজাতেই পাবেন করোনা পরীক্ষার সুযোগ! জানুন বিস্তারিত!

করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ! এবার বাড়ির দরজাতেই পাবেন করোনা পরীক্ষার সুযোগ! জানুন বিস্তারিত!

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা ভাইরাস। তবে এই করোনা ভাইরাসকে আটকাতে এখন নানা মহলে নানা তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, এবার কনটেন্টমেন্ট জোনের হটস্পট শিবির চালু হওয়ার পাড়ায় পাড়ায় মোবাইল ভ্যান পাঠিয়ে করোনা আক্রান্তদের লালারস সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা। জানা গেছে, ইতিমধ্যেই ছয়টি বিশেষ চলমান ল্যাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কি কাজ হবে এই ল্যাবগুলোর? মূলত এই ভ্রাম্যমাণ ল্যাবগুলো বিভিন্ন জায়গায় গিয়ে লালা রস সংগ্রহ করবে। যার দায়িত্ব থাকবেন টেকনিশিয়ানরা। ইতিমধ্যেই সেই টেকনিশিয়ানদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে বলে খবর। আর করোনা মোকাবিলায় কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় এখন খুশি সাধারণ মানুষ। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আগেই প্রচারের পর নির্দিষ্ট দিনে মোবাইল অ্যাপটি পাড়ায় গিয়ে থামবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানিয়েছেন, “পুরো স্বাস্থ্য দপ্তরের তালিকাভুক্ত টেকনিশিয়ানরা লালারস নিয়ে যাবেন। পরীক্ষা হবে পিজিতে। পরীক্ষার রিপোর্ট পাড়ায় পাড়ায় পৌরসভা পৌঁছে দেবে। অসুস্থের চিকিৎসা করবে পৌরসভা। টার্গেট একটাই, যত বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা, তত শনাক্ত হলে ব্যবস্থা।” জানা গেছে, আপাতভাবে দৈনিক 500 জনের পরীক্ষা করা হবে।

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, “বেলগাছিয়া, রাজাবাজার এলাকায় প্রথম সংক্রমণ ছড়িয়েছিল। উবের চালকদের হাত ধরে এরা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত যাত্রীদের গাড়িতে নিয়ে শহরের বিভিন্ন অংশে পৌঁছে দিয়েছেন। কিন্তু এখন বড়বাজার ও পোস্তায় প্রতিদিন নতুন রোগীর সন্ধান মিলেছে। ভিন রাজ্যের লরির চালক ও খালাসিরা এই ভাইরাস নিয়ে আসছেন।”

স্বাভাবিকভাবেই করোনার জেনে এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক না বেরোনোয় ভীষণ রকমের দুশ্চিন্তায় আছেন সাধারণ মানুষ। মনের মধ্যে ভয় – বাইরে বেরোলেই যদি করোনাতে আক্রান্ত হতে হয়! তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বাড়িতে এসেই এখন লালারস সংগ্রহের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করোনাকে কতটা মোকাবিলা করা যায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!