এখন পড়ছেন
হোম > রাজনীতি > নওশাদের জেল হেফাজত, কি বললেন বিধানসভার অধ্যক্ষ!

নওশাদের জেল হেফাজত, কি বললেন বিধানসভার অধ্যক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুলিশ কর্মীদের আক্রমণ করার অভিযোগসহ একাধিক অভিযোগে জেলে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মাঝেমধ্যেই শাসক দলের এবং পুলিশ প্রশাসনের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে নওশাদ সিদ্দিকীর মত বিধায়কের গ্রেপ্তার চাঞ্চল্যের সৃষ্টি করেছে রাজ্যজুড়ে। আর এবার গোটা বিষয়ে মন্তব্য করে আইন আইনের পথে চলবে বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। কেউ আদালতের ঊর্ধ্বে নয়। আইনের যা সিদ্ধান্ত হবে, তা সকলকে মেনে নিতে হবে। তিনি বিধায়ক বলে যে বাড়তি সুবিধা পাবেন, এটা হতে পারে না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত নওশাদ সিদ্দিকীর জেল হেফাজত এবং তাকে ছেড়ে দেওয়া নিয়ে আইনের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!