এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নয়া বিচারপতির এজলাসে আজই চূড়ান্ত হবে নন্দীগ্রামের ভবিষ্যত! নজর রাজ্যবাসীর!

নয়া বিচারপতির এজলাসে আজই চূড়ান্ত হবে নন্দীগ্রামের ভবিষ্যত! নজর রাজ্যবাসীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা কে দখল করবে তার দিকে যেমন নজর ছিল সকলের, ঠিক তেমনই গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। হাড্ডাহাড্ডি লড়াই হওয়া এই কেন্দ্র থেকে যিনি জয়লাভ করবেন, তার দল রাজ্যের ক্ষমতায় বসবে বলে মনে করেছিলেন সকলে। কিন্তু সেই নন্দীগ্রাম নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বলে জানানো হলেও, তার কিছু পরেই জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

আর এই রায় নিয়ে সংশয় প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই ব্যাপারে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। কিন্তু সেই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যাওয়ার পরেই তা নিয়ে আপত্তি করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। বিচারপতিকে নিরপেক্ষ বলার পরেও যেহেতু কৌশিকবাবু এর আগে একাধিক বিজেপির হয়ে মামলা করেছেন, তাই তাকে যাতে এই মামলার বিচারপতি করা না হয়, তার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সম্প্রতি সেই মামলার রায় দিতে গিয়ে নিজেকে নন্দীগ্রাম মামলার বিচারপতি থেকে সরিয়ে নেন কৌশিক চন্দ। পাশাপাশি এই ব্যাপারে কোর্টকে নিয়ে প্রশ্ন তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকার জরিমানা করা হয়। তবে বিচারপতি সরে যাওয়ায় সাময়িকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় হয়েছে বলেই দাবি করতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। আর এই পরিস্থিতিতে এবার নয়া বিচারপতির এজলাসে আজ হতে চলেছে নন্দীগ্রাম মামলার শুনানি। যার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর।

প্রসঙ্গত উল্লেখ্য, কৌশিক চন্দের পর নন্দীগ্রাম মামলার বিচারপতির দায়িত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টের শম্পা সরকার। মঙ্গলবার এই ব্যাপারে একটি তালিকা প্রকাশিত হয়। আর শম্পা সরকার এই নন্দীগ্রাম মামলার বিচারপতির দায়িত্ব পাওয়ার পর আজ বুধবার সেই নন্দীগ্রাম মামলা নিয়ে শুনানি হতে চলেছে। স্বাভাবিকভাবেই সেই শুনানিকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। শেষ পর্যন্ত এই শুনানিতে কি উঠে আসবে? কোন পক্ষ এগিয়ে থাকবে? বলা বাহুল্য, এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার নন্দীগ্রামে তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়ে যাওয়ার পরেও, কেন একজন হেরে যাওয়া ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকবেন, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপির বিধায়ককে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি নন্দীগ্রামের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল মামলা।

তবে সেই মামলার ফলাফল কি হবে, তা নিয়ে গুঞ্জন তৈরি হতেই বিচারপতিকে নিয়ে প্রশ্ন তোলার প্রক্রিয়া শুরু হয়। যার ফলে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে যায়। তবে অবশেষে নতুন বিচারপতির এজলাসে আজ এই গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম মামলার শুনানি হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই নন্দীগ্রাম মামলা নিয়ে শুনানি এবং রায়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ক্রমাগত সরকারকে আক্রমণ করে চলেছেন। সেদিক থেকে শুভেন্দুবাবুর বিধায়ক পদ খারিজ করা এবং নন্দীগ্রামের ফলাফল যে ঠিক হয়নি, সেই বিষয়টি প্রতিষ্ঠিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

তবে বিচার ব্যবস্থা নিয়ে আদালত যা বলবে, সেটাই চূড়ান্ত। সেদিক থেকে এতদিন বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুললেও, এবার সেই বিচারপতিও বদল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই নয়া বিচারপতির এজলাসে আজ নন্দীগ্রাম মামলার শুনানি যে রাজ্য রাজনীতিতে বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!