এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিশেষ অধিকার হারালেন রাজ্যপাল ও বিরোধী দলনেতা,বড়সড় বিতর্কের ইন্ধন

বিশেষ অধিকার হারালেন রাজ্যপাল ও বিরোধী দলনেতা,বড়সড় বিতর্কের ইন্ধন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পর্যন্ত রাজ্যের মোট ১৯ জন পদাধিকারী লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি ব্যবহার করতে পারতেন। এই ১৯ জন পদাধিকারীর মধ্যে অন্যতম ছিলেন রাজ্যপাল ও বিরোধী দলনেতা। এবার পরিবহন দপ্তরের নতুন নির্দেশে লাল বাতি, নীল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন রাজ্যের মোট ১৪ জন পদাধিকারী। এখন থেকে রাজ্যপাল ও বিরোধী দলনেতা লালবাতি দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবেন না। একযোগে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই অধিকার থেকে বঞ্চিত করায়, বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে, রাজনৈতিক মহলের মতামত।

প্রসঙ্গত, কারা কারা লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি ব্যবহার করতে পারবেন? তার সংখ্যা ঠিক করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০১৪ সালে। তখন রাজ্যের মোট ১৯ জন পদাধিকারীকে লাল বাতি, নীল বাতি ওয়ালা গাড়ি ব্যবহারের ছাড়পত্র দেয়া হয়। যাদের মধ্যে অন্যতম ছিলেন বিরোধী দলনেতা ও রাজ্যপাল। তবে, সম্প্রতি এই পদাধিকারীর সংখ্যা ১৯ থেকে কমিয়ে আনা হয়েছে ১৪ তে। এরফলে এখন থেকে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন লালবাতি ওয়ালা গাড়ি ব্যবহার করতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তেমনি কলকাতা পুরসভার মেয়র, বিধানসভার স্পিকার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও লাল বাতি ব্যবহার করতে পারবেন না।
রাজ্যপাল ও বিরোধী দলনেতার এই অধিকার কেড়ে নেওয়া সম্পর্কে জানানো হয়েছে যে, রাজ্যপাল ও বিরোধী দলনেতা পুলিশ এসকট পেয়ে থাকেন। সেক্ষেত্রে যেহেতু বাতি ব্যবহার করা হয়, তাই আলাদা ভাবে তাদের গাড়িতে লাল বাতি ব্যবহার করা প্রয়োজনীয় নয়। পরিবহন দপ্তরের নতুন নির্দেশে জানানো হয়েছে যে, রাজ্যের ১৪ জন পদাধিকারীকে এই সুবিধা দেয়া হবে। যারা হলেন

মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সরকারি দফতরের সচিব, ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি ও অতিরিক্ত ডিজি, দমকলের ডিজি, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার, পুলিশের আইজি ও ডিআইজি, সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক, পুর-কমিশনার, রাজ্য পুলিশের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, মহকুমা আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক, পুলিশের পেট্রলিং কার, কনভয়, দমকল।

আবার এখন থেকে রাজ্যের কোথাও বিপর্যয় দেখা দিলে সেখানে ত্রাণ ও উদ্ধারের কাজে যদি মন্ত্রী, প্রশাসন বা পুলিশ আধিকারিকরা যান, সেখানে তাঁদের গাড়িতে তিরঙ্গা বাতি ব্যবহার করা হবে। এই তিরঙ্গা বাতি দেখে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে, কোথাও কোন বিপর্যয় ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!