এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নয়া রাজনৈতিক মোড়? বিজেপি ছেড়ে এবার তৃণমূলে ফেরার ভাবনায় একাধিক প্রভাবশালী সংখ্যালঘু নেতা?

নয়া রাজনৈতিক মোড়? বিজেপি ছেড়ে এবার তৃণমূলে ফেরার ভাবনায় একাধিক প্রভাবশালী সংখ্যালঘু নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূল থেকে আসা অনেক হেভিওয়েট নেতাদের পার্থী করে 2021 সালের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তৃণমূল থেকে আসা যে সমস্ত নেতারা বিজেপির টিকিট পেয়েছিলেন, তার মধ্যে সিংহভাগ নেতা-নেত্রী পরাজিত হয়েছেন। এমনকি বিজেপির অনেক সাংসদ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে তাদের জামানত খুইয়েছেন।

আর এই পরিস্থিতিতে 77 টি আসন দখল করে বিরোধী আসনে বসার পর থেকেই তৃনমূল থেকে আসা অনেক নেতাদের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে। অনেকেই আবার ঘাসফুল শিবিরের ফিরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আর এই অবস্থায় তৃণমূল থেকে আসা এক সময়কার সংখ্যালঘু নেতারা এখন বিজেপির ওপর আস্থা হারিয়ে আবার ঘাসফুল শিবিরের ছাতার তলায় চলে যেতে পারেন বলে মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনের সারিতে উঠে আসতে শুরু করেছে। যারা একসময় তৃণমূল কংগ্রেসে থাকলেও, পরবর্তীতে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীদের হাত ধরে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। তবে ভোটে ভরাডুবির পর তারা আবার তাদের প্রাক্তন দলে ফিরে যেতে পারেন বলে দাবি করছেন অনেকে। আর যদি এই সম্ভাবনা বাস্তব হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যের সহ-সভাপতি কাশেম আলীকে নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এছাড়াও কবিরুল ইসলাম, আলমগীর মোল্লা, শেখ পারভেজ রহমানের মত নাম সামনের সারিতে উঠে আসতে শুরু করেছে। অনেকেই বলছেন, এমনিতেই বিজেপি সংখ্যালঘুদের সমর্থন খুব একটা বেশি আদায় করতে পারেনি। কিন্তু এই সমস্ত তৃণমূল থেকে আসা সংখ্যালঘু নেতাদের সামনের সারিতে রেখে তারা এবারের নির্বাচনে সংখ্যালঘুদের ভোট যাতে তাদের দিকে আসে, তার চেষ্টা করেছিল।

তবে ভোটের ফলাফলেই স্পষ্ট, সংখ্যালঘু ভোট তো দূরের কথা, হিন্দু ভোটের বেশিরভাগটা নিজেদের দিকে টানতে পারেনি ভারতীয় জনতা পার্টি। যার কারণে তাদের এই পরাজয়। তাই এই পরিস্থিতিতে সংখ্যালঘু নেতারা যদি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান, তাহলে বিজেপি অনেকটাই মুখ থুবড়ে পড়বে বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের টার্গেট থেকে অনেকটাই পিছনে পড়ে গিয়েছে। 77 টি আসন দখল করে বিরোধী দলের মর্যাদা পেয়েছে তারা। তবে বিরোধী দলের জায়গা দখল করলেও, তৃণমূল থেকে আসা যে সমস্ত নেতারা টিকিট পেয়েছিলেন এবং পরাজিত হয়েছেন, তারা সেভাবে দলের কার্যালয়ে আসছেন না। অনেকের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে। নিচুতলায় ভাঙ্গন শুরু হয়েছে।

তাই এই পরিস্থিতিতে বেশকিছু সংখ্যালঘু নেতা যারা একসময় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি তৃণমূলের সংখ্যালঘু ভোট পাবেন বলে মনে করা হয়েছিল, তারা আবার এখন ঘাসফুল শিবিরে ফিরে যাওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করেছেন। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। যদি সত্যি সত্যিই বিজেপির এই সমস্ত সংখ্যালঘু নেতারা আবার তাদের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস ফিরে যান, তাহলে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিজেপি আগামী দিনে কিভাবে লড়াই দেবে, সেটাই এখন চিন্তার বিষয় ভারতীয় জনতা পার্টির কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, যে জল্পনা তৈরি হয়েছে, তাতে সংখ্যালঘু নেতাদের আটকাতে বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহন করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!