এখন পড়ছেন
হোম > জাতীয় > নয়া তথ্যপ্রযুক্তি আইন বলবৎ হওয়ার পর, অকস্মাৎ তলব গুগোল ও ফেসবুককে

নয়া তথ্যপ্রযুক্তি আইন বলবৎ হওয়ার পর, অকস্মাৎ তলব গুগোল ও ফেসবুককে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৫ সে মে থেকে নয়া তথ্যপ্রযুক্তি আইন কার্যকর করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলিকে বেশ কিছু নির্দেশ দেয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ। যদিও টুইটার এখনো পর্যন্ত এই পদক্ষেপ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে আজ গুগোল, ফেসবুককে তলব করেছে তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। দেশের নাগরিকদের অধিকার রক্ষা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধ করতে এই বৈঠকে এই দুই প্ল্যাটফর্ম এর কাছে বক্তব্য জানতে চাওয়া হতে পারে। কমিটির পক্ষ থেকে ইতিপূর্বে সমস্ত সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম গুলিকে জানানো হয়েছে যে, দেশের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইন আবশ্যিকভাবে তাদের মেনে চলতে হবে। বেশিরভাগ সোসাল প্লাটফর্ম এ বিষয় নিয়ে সম্মতি জানালেও, দীর্ঘদিন কেন্দ্রের সঙ্গে সংঘাত বজায় রেখেছিল টুইটার। পরবর্তীকালে কেন্দ্রের নোটিস পাওয়ার পর কেন্দ্রের নির্দেশ মেনে নিতে সম্মত হয়েছে টুইটার।

এদিকে, টুইটার এর পক্ষ থেকে অন্তর্বর্তী রেসিডেন্ট গ্রিভান্স অফিসার হিসেবে ধর্মেন্দ্র চতুরকে নিয়োগ করা হয়েছিল। তবে তিনি সদ্য ইস্তফা দিয়েছেন। তাই এখনও এই পদটি শূন্য হয়ে গেছে। এ বিষয়ে এখনও টুইটারের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখা হয়নি। কেন টুইটার এখনও রেসিডেন্ট গ্রিভান্স অফিসার অফিসার নিয়োগ করেনি, সে বিষয়ে তাদেরকে প্রশ্ন করেছে তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!