নিয়োগ দুর্নীতিতে হঠাৎ করেই বড় পদক্ষেপ, বিকাশ ভবনে পৌঁছে গেল সিবিআই! কলকাতা রাজ্য June 26, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ব্যাপক চাপে রয়েছে রাজ্য সরকার। তৃণমূলের পক্ষ থেকে এখন নিট এবং নেটের কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। আর সেই সময় রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে প্রাথমিকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বিকাশ ভবনে পৌঁছে গেল সিবিআইয়ের একটি দল।সূত্রের খবর, এদিন সিবিআইয়ের একটি দল বিকাশ ভবনে পৌঁছে যায়। মূলত প্রাথমিকে শিক্ষা নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতেই তারা তদন্ত করতে আবার বিকাশ ভবনে গিয়েছে বলে খবর। প্রসঙ্গত, এর আগেও একবার বিকাশ ভবনে গিয়ে একটি গুদাম ঘর সিল করে দিয়েছিল সিবিআই। পাশাপাশি শিক্ষা সচিবের ঘরে গিয়েও তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে আবার সিবিআইয়ের আজ হঠাৎ করে এই বিকাশ ভবনে পৌঁছে যাওয়া রীতিমত চাপ সৃষ্টি করেছে নবান্নের অন্দরে বলেই মনে করছেন একাংশ। তবে শেষ পর্যন্ত বিকাশ ভবনে গিয়ে সিবিআই কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -