এখন পড়ছেন
হোম > জাতীয় > ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিম নিয়ে চাকুরিজীবীদের সুখবর শোনাচ্ছে সংস্থা। জানুন বিস্তারিত

ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিম নিয়ে চাকুরিজীবীদের সুখবর শোনাচ্ছে সংস্থা। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- NPS বা ন্যাশনাল পেনশন সিস্টেম হল এক ধরনের মার্কেট লিঙ্কড প্রোডাক্ট। এনপিএস স্কিমে রিটার্নে ওঠা-নামা থাকে। তাই বেশি লভ্যাংশ পেতে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করার পরামর্শ দেওয়া হয়। এখানে ইনভেস্ট করার মূল উদ্দেশ্য হিসেবে রিটায়েরমেন্টের জন্য সেভিংস করাকেই প্রাধান্য দেওয়া হয়।

তবে দেখা গেছে গত বছর যেখানে অন্যান্য স্কিমে ভালো রিটার্ন পাওয়া যায়নি, সেখানে এনপিএসের ডেট স্কিম গত বছর ডবল ডিজিট রিটার্ন দিয়েছে। জানা গেছে, গত এক বছরে NPS এর স্কিম G প্রায় ১২ শতাংশ রিটার্ন দিয়েছে। এর কারণ স্বরূপ জানা গেছে, NPS এর স্কিম G Government Bonds and Securities-এ ইনভেস্ট করে থাকে।

তাই এক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি বেশ কম। সেই সঙ্গে, এই কারণেই ইনভেস্ট করার জন্য এই স্কিমটিকে অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ বলে মনে করা হয়। সেক্ষেত্রে ইনভেস্ট করার একাধিক বিকল্প রয়েছে বলেও জানা গেছে। ইক্যুইটি, কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজেও ইনভেস্ট করার অপশন রয়েছে এখানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ২০০৪ সাল থেকে কেবল সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম নিয়ে আসা হলেও পরে ২০০৯ সালে সমস্ত নাগরিকদের জন্য এই স্কিম খুলে দেওয়া হয়। তবে কীভাবে এই স্কিম এত ভাল রিটার্ন দেয়, তার জন্য প্রথমে বন্ড ইল্ড বা বন্ড প্রাইস এই দুটো বিষয়ে বলে নেওয়া দরকার। ইল্ড যত নিচের দিকে যায় ডেট স্কিমের প্রাইস বাড়তে থাকে। সেক্ষেত্রে বেঞ্চমার্ক ১০ বছরের জি সিকিউরিটি ইল্ড ৬.৭ শতাংশ থেকে কমে ৫.৯৪ শতাংশে চলে এসেছে।

সেইসঙ্গে, ১৩.৪৩ শতাংশ রিটার্নের সঙ্গে এইচডিএফসি পেনশন ম্যানেজমেন্ট ফান্ড গত এক বছরে বেশ ভালো ফল করেছে বলেও জানা গেছে। তবে এর পরেই উঠে এসেছে এলআইসি পেনশন ফান্ড এর নাম। এক্ষেত্রে ১২.৪৯ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে বলে জানা যায়। সেই সঙ্গে ICICI Pre Pension Fund Management এ ১২.২৫ শতাংশ রিটার্ন পাওয়া যায় বলে জানা গেছে।

তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, এনপিএস স্কিমে রিটার্নে বেশিরভাগ সময় ওঠা-নামা করে। বাজার দরের সঙ্গে এর ওঠা পড়া লেগে থাকে। তাই আগামী দিনে রিটার্ন কম বা বর্তমান স্তর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেকোনো রকম ইনভেস্ট করার আগে বাজার সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে তবেই বিনিয়োগ করার পরামর্শ দেন বিসেশজ্ঞেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!