এখন পড়ছেন
হোম > জাতীয় >  এক মুখে দুই কথা, প্রথমে এনআরসির ঘোষণা, পরে এনআরসি থেকে সরে আসা! স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা

 এক মুখে দুই কথা, প্রথমে এনআরসির ঘোষণা, পরে এনআরসি থেকে সরে আসা! স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা

 

অনেকে বলেন, যারা রাজনীতি করেন, তাদের কথা এবং কাজের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তবে যখন কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো নীতি চালু হবে, তখন নিঃসন্দেহে তা যে বাস্তব রুপ নেবে, সেই ব্যাপারে সন্দেহ থাকে না কারোরই মনে। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবার আগে সারাদেশে শীঘ্রই জাতীয় নাগরিকপঞ্জি চালু হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নিয়ে নানা মহলে আসা এবং আশঙ্কা তৈরি হয়েছিল।

স্বপক্ষে থেকে আবার কখনও বা বিরোধিতা করে মিছিল করতেও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলদের। আর এই পরিস্থিতিতে সারাদেশে এনআরসি চালু করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বস্তুত, গত রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, এনআরসি করা নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এবার এতদিন এনআরসির স্বপক্ষে আওয়াজ তোলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

ঠিকই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রের খবর, সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “এনপিআরের তথ্য এনআরসিতে ব্যবহার নয়। নাগরিকপঞ্জি ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সম্পূর্ণ আলাদা বিষয়। মন্ত্রিসভায় দেশজুড়ে এনআরসি করা নিয়ে কোনো আলোচনা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীরা এ নিয়ে সাধারন মানুষকে ভুল বোঝাচ্ছে।” পাশাপাশি কারও নাগরিকত্ব করা হবে না বলেও এদিন সাক্ষাৎকার থেকে সকলকে অভয় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, যেভাবে বিজেপি বিরোধী দলগুলো নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাতে বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে। ইতিমধ্যেই এনআরসির বিরুদ্ধে বিজেপি বিরোধী দলগুলো লড়াই চালালেও অনেক জায়গায় পর্যদুস্ত হয়েছে গেরুয়া শিবির।

তাই এই পরিস্থিতিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছিল, এনআরসি করা নিয়ে তাদের সরকার কোনো কথা বলেনি। আর এবার নিজেদের দিক থেকে চাপ মুক্ত করতেই প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আপাতত এনআরসির বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে অনেকে বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এর আগে বলেছিলেন, সারাদেশে জাতীয় নাগরিকপঞ্জি চালু করা হবে। কিন্তু এবার চাপে পড়ে তিনি যেভাবে তা থেকে সরে আসলেন, তাতে তিনি আবার কবে সেই নাগরিকপঞ্জির কথা বলবেন! তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দুবারের দুই মন্তব্যে নানা মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!