এখন পড়ছেন
হোম > রাজ্য > নাগরিকত্ব আইনের স্বপক্ষে মানুষের কাছে পৌঁছতে নয়া পরিকল্পনা বিজেপির, অস্বস্তিতে পড়বে তৃণমূল?

নাগরিকত্ব আইনের স্বপক্ষে মানুষের কাছে পৌঁছতে নয়া পরিকল্পনা বিজেপির, অস্বস্তিতে পড়বে তৃণমূল?

 

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে দুই পক্ষের পাস হওয়ার পর রাষ্ট্রপতির সীলমোহর পড়ায় তা এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। আর সেই আইন লাগু হওয়ার পর থেকেই তার চরম বিরোধিতা করে সরব হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিজেপির অস্বস্তি বাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তে এই ইস্যুর বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি পরিকল্পনা করে বাংলা ও বাঙালিকে ধ্বংস করার জন্য এই বিল করে বাংলাদেশে পাঠানো চক্রান্ত করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।পাশাপাশি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনভাবেই জাতীয় নাগরিকপঞ্জি লাগু হবে না বলেও জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লাগাতার তৃণমূলের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রচার বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে এবার তৃণমূলকে এই ব্যাপারে চাপে রাখতে এবং নাগরিকত্ব আইনের স্বপক্ষে মানুষকে বোঝাতে নয়া পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যেভাবে ভুল বোঝাচ্ছে, তার বিরুদ্ধে আগামী 16 জানুয়ারি থেকে প্রচারে ঝড় তুলবে বঙ্গ বিজেপি। এজন্য দলের 25 হাজার কর্মীকে ময়দানে নামিয়ে বুথ পিছু 100 পরিবারকে টার্গেট করেছে তারা। যেখানে সাধারন মানুষের বাড়ি গিয়ে এই নাগরিকত্ব আইনের সুফল জনসাধারনের কাছে তুলে ধরবেন বিজেপির নেতা কর্মীরা।

শুধু তাই নয়, এই আইনের স্বপক্ষে বানানো হচ্ছে লিফলেটও। যে লিফলেটের মাধ্যমে এই আইনের বিরোধী প্রচারের জবাব দিয়ে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা অধিকাংশ উদ্বাস্তু পরিবারের কাছে যাব। এই আইনের উপকারিতাও তাদের কাছে তুলে ধরব।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবার পর থেকেই যেভাবে তার বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস, তাতে বাংলায় বিজেপি দিনকে দিন কোণঠাসা হয়ে যাচ্ছে। কিন্তু বিজেপির টার্গেট, আগামী 2021 সালে বাংলা দখল।

সেদিক থেকে বাংলার মানুষের মনে তাদেরকে ভালোভাবে জায়গা করে নিতে হবে। তবে তৃণমূল যদি এই ইস্যুকে কাজে লাগিয়ে লাগাতার বিজেপির বিরুদ্ধে প্রচার করতে শুরু করে, তাহলে সেদিক থেকে বিজেপির ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হবে। তাই এই সমস্ত কিছু চিন্তা করেই তৃণমূলের পাল্টা প্রচার করে নাগরিকত্ব আইনের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে অভিনব পন্থা নিতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা এই পদক্ষেপ নিলেও, তা তৃণমূলকে কতটা বিপাকে ফেলে, আর বিজেপির ঝুলিতে কতটা সুফল নিয়ে আসে! সেদিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!