এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে নয়া পদক্ষেপ বিজেপির, চাপে পড়বে তৃণমূল! জোর গুঞ্জন

নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে নয়া পদক্ষেপ বিজেপির, চাপে পড়বে তৃণমূল! জোর গুঞ্জন

 

সম্প্রতি সংসদের দুই কক্ষে পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর পড়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলে। যার ফলে সেই বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে এই বিল পাস করা হলেও এবং তা আইনে পরিণত হলেও, তার বিরোধিতা করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। যার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ব্যাপক প্রচার করতে শুরু করেছে। যা নিঃসন্দেহে বিজেপিকে কিছুটা হলেও কোণঠাসা করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ করছেন বলে বিজেপি নেতারা দাবি করেছেন।

কিন্তু মুখে বিজেপি নেতারা সেই দাবি করলেও তৃণমূল যতটা এনআরসির বিরুদ্ধে প্রচার করছে, বিজেপি ততটা এনআরসির স্বপক্ষে প্রচার করতে পারছে না বলে মনে করছে একাংশ। তবে এবার জাতীয় নাগরিকপঞ্জি আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর পরিকল্পনা নিল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, আগামী বেশ কিছুদিনের মধ্যেই নদীয়ায় মন্ডল এবং বুথস্তরের বিজেপি এই জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে প্রচারে নামবে। আর এই ব্যাপারে বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তারপর সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এই আইন সম্পর্কে সকলকে অবহিত করা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বিজেপি নাগরিকপঞ্জি আইনের পরিপ্রেক্ষিতে প্রচার করছে ঠিকই, কিন্তু সেই প্রচার বিরোধীদের প্রচারকে দমাতে পারছে না। তাই সেদিক থেকে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে এই আইনের সুফল সম্পর্কে তাদের যদি বিজেপি বোঝাতে পারে, তাহলে তা গেরুয়া শিবিরের পক্ষে অত্যন্ত ভালো হবে বলেই মত একাংশের।

বস্তুত, গত বুধবার হাঁসখালিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতির একটি সভার আয়োজন করা হয়েছিল। তা বাদে এই জাতীয় নাগরিকপঞ্জি সমর্থনে কোনো সভা করতে দেখা যায়নি বিজেপি নেতৃত্বকে। তাই এই পরিস্থিতিতে এবার মন্ডল এবং বুথস্তর সাজিয়ে নিয়ে পাকাপাকিভাবে ময়দানে নামতে চলেছে বিজেপি।

এদিন এই প্রসঙ্গে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আশুতোষ পাল বলেন, “23 ডিসেম্বর মহামিছিলের পর আমরা জেলায় বুধবার থেকে কর্মসূচি নেব।” অন্যদিকে নদীয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “নানা ভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।

আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইনের সঠিক প্রতিপাদ্য বোঝাবেন।” তবে বিজেপি নেতৃত্ব মুখে যে কথাই বলুন না কেন, কবে তারা বিরোধীদের প্রচারকে দমাতে নাগরিকত্ব আইনের স্বপক্ষে পাকাপাকিভাবে প্রচারে নামেন! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!