এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING — এনআরসির স্বপক্ষে প্রচার বিজেপির, মিছিলে জনজোয়ার, ঘুম উড়ছে তৃনমূলের!

BREAKING — এনআরসির স্বপক্ষে প্রচার বিজেপির, মিছিলে জনজোয়ার, ঘুম উড়ছে তৃনমূলের!


 

নাগরিকত্ব আইনের স্বপক্ষে আজ কলকাতার বুকে বড়সড় মিছিল করছে বিজেপি। তার তার পুরোভাগে রয়েছে দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। তিনিই আজ নেতৃত্ব দিচ্ছেন দলকে।

নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন থেকে আইনে পরিণত হয়ে গিয়েছে, সেদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত বিক্ষোভে ফুসতে শুরু করেছে। ইতিমধ্যেই শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়ে সেই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও পার্ক সার্কাস ময়দান, আবার কখনও বা ধর্মতলায় সভা সমিতির মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাতে তিনি কোনোভাবেই সিএএ বা এনআরসি হতে দেবেন না বলেও গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। তবে শুধু তৃণমূল শীর্ষ নেতৃত্ব নয়, গোটা তৃণমূল দলকেও বুথে বুথে এই কালা আইনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে বাংলাকে পাখির চোখ করা বিজেপি তৃণমূলের এই প্রচারকে দমিয়ে দিতে উদ্যোগী হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে কলকাতায় মেগা মিছিল করছে ভারতীয় জনতা পার্টি। আজ সোমবার দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে নিয়ে এই আইনের সমর্থনে মিছিল করছে গেরুয়া শিবির। যে মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং তা শেষ হবে শ্যামবাজারে। আর মিছিল শেষে শ্যামবাজারে নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে সভা করার কথা রয়েছে ভারতীয় জনতা পার্টির। রাজ্য বিজেপির একাংশ বলছেন, নাগরিকত্ব আইন নিয়ে যেভাবে বিরোধীরা বিভ্রান্তিমূলক প্রচার করছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সত্য কথা জানাতেই এই মিছিল। শ্যামবাজারে পৌঁছে জনসভায় ভাষণ দেবেন নাড্ডা।

বিজেপির দাবি এই মিছিলে মানুষ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছে। জনজোয়ার দেখে দিয়েছে কলকাতার বুকে। বিজেপির দাবি মানুষকে ভুল বোঝাতে চাইলেও সফল হয়নি বিজেপি। আর সেই কারণে মানুষ তাদের সাথে পথে নেমেছেন।

অন্যদিকে তৃণমূলের দাবি তেমন লোক আসেনি। এটাও বিজেপির ফ্লপ শো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!