এখন পড়ছেন
হোম > জাতীয় > এনআরসি নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রের, জেনে নিন

এনআরসি নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রের, জেনে নিন


অসমে এনআরসি চালুর পর সারাদেশে এনআরসি চালু হবে কি না, তা নিয়ে নানা সময় নানা জল্পনা চলেছে। আর সেই সমস্ত জল্পনাকে উস্কে দিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে গোটা দেশেই এনআরসি প্রয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, বুধবার রাজ্যসভায় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি সাংসদ প্রবেশ সহিব তার বক্তব্য রাখেন। আর তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লোকসভায় লিখিত বিবরণ দেওয়া হয়। যেখানে জানানো হয়েছে, বিগত পাঁচ বছরে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের পক্ষ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সীমান্তে কাঁটাতারের বেড়াজালকে পোক্ত করার পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে যথাযথ আলোর ব্যবস্থা করা, পাকা রাস্তা, সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাকর্মীদের এলাকাগুলিতে নিয়মিত পেট্রোলিং চালানো এবং সীমান্তজুড়ে অতিরিক্ত বর্ডার আউটপোস্ট তৈরি করা। তবে পুরোপুরি ভাবে এখনও পর্যন্ত যে এই অনুপ্রবেশ বন্ধ করা যায়নি, তাও কেন্দ্রের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে।

পার্বত্য অঞ্চল এবং নদীপথে সাহায্য নিয়ে কিছু অংশে অনুপ্রবেশ চললেও সেই রাস্তাও আগামী দিনে বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে এত সবকিছুর মধ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায় গোটা দেশে এনআরসি চালু করার কথা শোনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলায় এখন বিরোধীদের তরফে এই নিয়ে ঠিক কী বিবৃতি দেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!