এখন পড়ছেন
হোম > জাতীয় > এনআরসিতে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করলে, মিলবে জাতীয় পরিচয় পত্র? জল্পনা তুঙ্গে

এনআরসিতে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করলে, মিলবে জাতীয় পরিচয় পত্র? জল্পনা তুঙ্গে


সারা দেশ জুড়ে এনআরসি প্রয়োগ হওয়ার পরে নাগরিকত্বের প্রমাণ কিভাবে পাওয়া যাবে! এনিয়ে ছোটখাটো প্রশ্ন সকলের মনেই রয়েছে। বস্তুত, কেন্দ্র সরকার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গোটা দেশেই এনআরসি প্রয়োগ হবে। কিন্তু এনআরসি নিয়ে বর্তমানে ভারতবর্ষের মধ্যে কৌতূহলের শেষ নেই।

, যেহেতু এই আইনের আওতা সব রাজ্যেই পড়বে বলে মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কারণেই আইনের বিষয়ে উৎসুকতা সকলের মাঝেই রয়েছে। আর এর মধ্যেই এনআরসি প্রয়োগ করার পরে কেন্দ্রের মোদি সরকার মানুষের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দিতে পারে এমন খবর পাওয়া যাচ্ছে।

যারা এনআরসিতে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, তাদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত হওয়া খবর অনুসারে, এনআরসি আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বেই দেশবাসী লক্ষ্য করেছেন, অসমের দীর্ঘদিনের দাবী মোতাবেক সেখানে চালু করা হয়েছে এনআরসি। তার প্রভাবে সর্ব মোট 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে জাতীয় নাগরিকপঞ্জি থেকে। আর এই 19 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া সংশোধিত নাগরিক আইনের ফলে সেই 12 লক্ষ বাঙালি হিন্দুর নাগরিকত্ব থাকবে।

তবে প্রশ্ন দেখা দিচ্ছে, বর্তমানে অবিজেপি রাজ্যগুলোতে এনআরসির প্রয়োগ নিয়ে ধন্দ রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এনআরসিকে অনুমোদন দেওয়া হলেও, এনআরসি বিরোধী রাজ্য সরকারগুলি এক্ষেত্রে সহযোগিতা করবে না বলে মত বিশেষজ্ঞদের। এখন জাতীয় প্রমাণপত্র ও এনআরসি দুটো নিয়ে পরবর্তীতে রাজনীতি কি রং ধারণ করে! সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!