এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এনআরসি নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এনআরসি নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

অসমে এনআরসি জারি হওয়ার পর বাংলাতেও আগামীদিনে এনআরসি করা হবে বলে ইতিমধ্যেই হুশিয়ারি দিতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। যা নিয়ে বর্তমানে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সারা রাজ্যে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই এই রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতিতে এনআরসি ইস্যুতে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গুজবে কান দেবেন না। আমি থাকতে কখনই এনআরসি হবে না বাংলায়। শুধুমাত্র এনআরসিকে হাতিয়ার করা হচ্ছে।” পাশাপাশি এই এনআরসি ইস্যুতে রাজ্যবাসীকেও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের সমস্ত মানুষ যাতে ভোটার তালিকায় নামটা তুলে রাখেন তার পরামর্শ দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও ডিজিটাল রেশন কার্ড তৈরি নিয়ে মূলত গুজব ছড়িয়েছে। এর সঙ্গে নাগরিকপঞ্জীর কোনও যোগ নেই। তবে ভোটাধিকার মানুষের অধিকার। কিছু অপপ্রচার চলছে। বাংলায় এনআরসি নিয়ে দিল্লিতে কথা হয়নি। রাজনৈতিক কারণে বাংলায় এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে। উস্কানিমূলক কথা বলা। এতে মানুষের হৃদয়ে দুঃখ লাগছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তিনি থাকতে যে তিনি এনআরসি বাংলায় হতে দেবেন না, তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার মানুষকে আশ্বাস করব, কোনও এনআরসি হবে না এখানে। এখানে ভয় পেয়ে, শরীর খারাপ করার কোনও কারণ নেই। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে মমতার গায়ে হাত দিতে হবে। আপনাদের পাহারাদার ছিলাম, থাকব।” তবে সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরই বাংলায় এনআরসি হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল।

তবে এদিন সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রণাম করার চেষ্টা করলেন যে, বাংলায় এনআরসি হচ্ছে না। যা হচ্ছে সবটাই গুজব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এনআরসির জন্য বলতেই তো দিল্লি গেলাম। বিষয়টি দেখে স্বরাষ্ট্রমন্ত্রক। তাই বলে এলাম দিল্লি গিয়ে।” সব মিলিয়ে এনআরসি ইস্যুতে রাজ্যের মানুষকে আশ্বাস দিয়ে তিনি বেঁচে থাকতে বাংলা এনআরসি হবে না বলে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!