এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এনআরসির হাত ধরেই কি উত্তরবঙ্গে ঘুরে দাঁড়াবে তৃণমূল? জল্পনা বাড়ালেন খোদ মুখ্যমন্ত্রী

এনআরসির হাত ধরেই কি উত্তরবঙ্গে ঘুরে দাঁড়াবে তৃণমূল? জল্পনা বাড়ালেন খোদ মুখ্যমন্ত্রী


 

কিছুদিন আগেই হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। যে নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিতেই পরাস্ত হয়েছে ঘাসফুল শিবির। যেখানে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। আর উত্তরবঙ্গে একসময় তৃণমূলের রমরমা বাজার থাকলেও লোকসভা নির্বাচনে সেইখানে তৃণমূল ব্যাপক ধাক্কা খাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে।

লোকসভা নির্বাচনের পর এখন বেশ কিছু সময় কেটে গিয়েছে। বর্তমানে এনআরসি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অসমে এনআরসি হওয়ার পর সেখানে অনেক বাঙালির নাম বাদ দিয়েছে বলে দাবি করে বাংলায় বিজেপির সেই এনআরসি চালু করার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। তবে প্রথম থেকে বরাবরের মতো সারাদেশেই প্রত্যেকটা রাজ্যে এনআরসি চালু হবে বলে জানিয়ে দিয়েছিলেন বিজেপি নেতারা।

যা নিয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আর এবার সেই এনআরসি ইস্যুকে হাতিয়ার করেই উত্তরবঙ্গের মানুষের জনমত যাচাই করে নিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দার্জিলিং মোড়ের কাছে হিলকার্ট রোড বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এনআরসি নিয়ে সরব হয়ে সাধারণ মানুষ তাদের পাশে রয়েছে কিনা, তা আর একবার পরখ করে নিতে দেখা যায় তৃণমূল নেত্রীকে।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে জনতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “কি উত্তরবঙ্গ তৈরি তো! এনআরসি এবং নাগরিক সংশোধনী বিল ঠেকাতে প্রস্তুত তো!” আর মুখ্যমন্ত্রী এই প্রশ্ন করার সাথে সাথেই জনতার ভিড়ের মধ্যে থেকে সমস্বরে আওয়াজ আসে, “হ্যাঁ, সবাই তৈরি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সাধারণ মানুষের এই আওয়াজ পেয়ে তাকে জনসমর্থন হিসেবে ধরে নিয়ে কিছুটা উজ্জীবিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এনআরসি চাই না। নাগরিক সংশোধনী বিল চাই না। বাংলায় ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগি হবে না। নিশ্চিন্তে থাকুন, সব মানুষকে নিয়ে যেমন একটা পরিবার, তেমনই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়েই দেশ। বাংলায় সবাই থাকবে।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, লোকসভা নির্বাচনে যেভাবে তৃণমূল উত্তরবঙ্গে ধাক্কা খেয়েছে, তাতে আগামী বিধানসভায় যাতে সেই উত্তরবঙ্গ তৃণমূলকে আর নিরাশ না করে, তার জন্য প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে কালীপুজোর উদ্বোধনে করে সাধারণ মানুষের কাছে এনআরসি ইস্যু তুলে ধরে বিজেপির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার বার্তা দিলেন বলে মত বিশেষজ্ঞদের।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের মাধ্যমে উত্তরবঙ্গকে তৈরি থাকার কথা বললেও এবং সাধারণ মানুষের জনসমর্থন পেলেও অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম জনসমর্থন পেয়েছেন। কিন্তু যেভাবে লোকসভা নির্বাচনে ভোটের বাক্স তাকে নিরাশ করেছে, তাতে তিনি আগামী বিধানসভা নির্বাচনে আদৌ আশানুরূপ ফল এই উত্তরবঙ্গে করতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!