এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নৃশংসভাবে খুন বিজেপি কর্মীকে, পুলিশের তদন্ত শুরু, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর

নৃশংসভাবে খুন বিজেপি কর্মীকে, পুলিশের তদন্ত শুরু, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজনৈতিক হানাহানির ঘটনা এখন আকছার ঘটে। আর এই নিয়ে দোষারোপ, পালটা দোষারোপের পালাও চলে নিয়মিত। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বরাবরই অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে খুন, জখম, রাহাজানির। আর এই অভিযোগ যে একেবারে ভুল নয় তা প্রমাণিত হল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। সূত্রের খবর, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি কর্মীর এবার খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তে পাঠানো হয়েছে। আপাতত পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে বলে খবর।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ হালদার। একটা সময় তিনি কংগ্রেসের কর্মী ছিলেন। পরবর্তীকালে তৃণমূলে যোগ দিলেও বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপির হয়ে প্রচার করেছিলেন। তবে দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন প্রদীপ হালদার। বুধবার সন্ধ্যায় তিনি যখন বাড়ির কাজ করছিলেন, তখন তাঁর কাছে একটি ফোন আসে এবং সেই ফোন পেয়ে প্রদীপ হালদার বেরিয়ে যান বাড়ি থেকে। তারপর তাঁকে আর পাওয়া যায়নি। দীর্ঘ সময় পরে প্রদীপ হালদারের ক্ষতবিক্ষত দেহটা উদ্ধার হয়। স্থানীয়দের নজরেই তাঁর মৃতদেহ আগে পরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এলাকারই গোপীনাথ হালদার নামক এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রদীপ হালদারকে মারধর করা হয়েছে এবং তারপর তাঁকে খুন করা হয়েছে। তবে এই খুনের পেছনে আসল কারণ কি, তা নিয়ে পুলিশ শুরু করেছে জোরদার তদন্ত। এই খুনের নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা- সেই সত্য খুঁজে বার করতে মরিয়া পুলিশ।

তবে তদন্তকারীরা মনে করছেন, প্রতিশোধ নেওয়ার জন্যও প্রদীপ হালদারকে খুন করা হতে পারে। কারণ, বছর দুয়েক আগে এলাকারই এক যুবক বিশ্বজিৎ হালদার খুন হন। এবং সেসময় এই প্রদীপ হালদারের নাম জড়িয়েছিল খুনের ঘটনায়। সব মিলিয়ে এই খুনের ঘটনা বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরের সূত্রপাত করেছে এই হত্যাকান্ড। আপাতত পুলিশি তদন্তে কোন সত্য উদ্ঘাটিত হয়, সেদিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!