এখন পড়ছেন
হোম > রাজ্য > এনআরএস এর পর নিরাপত্তার দাবিতে হোস্টেলের সামনে অবস্থান বিক্ষোভ যাদবপুরে,চাপ বাড়লো মমতার

এনআরএস এর পর নিরাপত্তার দাবিতে হোস্টেলের সামনে অবস্থান বিক্ষোভ যাদবপুরে,চাপ বাড়লো মমতার

এনআরএস কান্ড মিটতে না মিটতেই ফের নিরাপত্তার দাবিতে হোস্টেলের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন রিসার্চ স্কলার হোস্টেলের ছাত্ররা।জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি বাঁধল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বহিরাগতদের মধ‍্যে। ছাত্রছাত্রীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার হোস্টেল বহিরাগতদের উপস্থিতি নিত‍্যদিনের ঘটনা। এর পিছনে ঐ হোস্টেলেরই এক অংশ বোর্ডার জড়িত। তাদেরই মদতে বাইরের লোক হোস্টেলে এসে মদ‍্যপান করে ও হইহল্লা করে হোস্টেলের পরিবেশ নষ্ট করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল হোস্টেলের আবাসিকদের একটা অংশ হোস্টেলে বাইরের মানুষের এই উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করলে বহিরাগতরা তাদের নিগ্রহ করে ও জিনিষপত্র ভাঙচুর করে এমনটাই জানা যাচ্ছে। অভিযোগ হোস্টেলে ভাঙচুর চালিয়েছে বহিরাগতরা।বোর্ডারদের সঙ্গে রীতিমতো মারামারি হয়েছে বহিরাগতদের।
এর পরই ক্ষোভে ফেটে পরে হোস্টেলের ছাত্রছাত্রীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা করেন। তাঁদের দাবি রিসার্চ স্কলার হোস্টেল সহ যাদবপুরের সব হোস্টেলে নিরাপত্তা বাড়াতে হবে ও বহিরাগতদের অনুপ্রবেশ রুখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!