শেষ হলো ডাক্তারদের জিবি বৈঠক, জেনে নিন জাতীয় রাজ্য June 16, 2019 দীর্ঘ সময় চলার পর এনআরএস-এ শেষ হলো জুনিয়র ডাক্তারদের জিবি ম়িটিং। মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা জানালেন , তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান। তবে সেই আলোচনা হতে হবে সংবাদমাধ্যমের উপস্থিতিতে। বন্ধ দরজার আড়ালে কোনও আলোচনায় তাঁরা আগ্রহী নন। তাঁদের আরও দাবি, সেই আলোচনায় রাজ্যের সবকটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিকে রাখতে হবে। অবশ্য আলোচনার স্হান নির্ধারণ করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর ওপর ছাড়তে চাইছেন কর্মবিরতিরত জুনিয়র ডাক্তাররা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আগেরদিন সন্ধ্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনকে বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে জনগণকে পরিষেবা দেওয়ার স্বার্থে ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। পাশাপাশি ওনারা এই বিবৃতিও দিয়েছেন যে অচলাবস্থা কাটিয়ে ওনারা সবাই দ্রুত নিজেদের ডিউটিতে ফিরতে চান। আপনার মতামত জানান -