এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন তৃণমূলের আত্মপ্রকাশ ! হুঁশিয়ারি দিয়ে সতর্কতা অভিষেকের !

নতুন তৃণমূলের আত্মপ্রকাশ ! হুঁশিয়ারি দিয়ে সতর্কতা অভিষেকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের বিরুদ্ধে ভোট আসলেই সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, ভোটের দিন বুথ জ্যাম করে রাখা, ইত্যাদি নানা অভিযোগ উঠতে দেখা যায় শাসকদলের বিরুদ্ধে। তবে কলকাতা পৌরসভার নির্বাচনে আর তেমনটা হবে না। এই তৃণমূল আর আগের তৃণমূল এক নয়, দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় উপস্থিত হয়ে ঠিক এমনটাই বললেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একাংশ বলছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে যে, এবার আর বুথ দখল করে ভোট করলে হবে না। মানুষের মনে তাহলে তাদের খারাপ প্রভাব তৈরি হতে পারে। তাই সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার কথা বলে এদিনের সভায় থেকে কার্যত দলকে নতুন রূপে শৃংখলাবদ্ধ করার চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তর কলকাতায় দলীয় প্রার্থীদের সমর্থনে একটি রোড শোতে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “ভোটের দিন যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে তাকে বাইরের দরজা দেখিয়ে দেওয়া হবে। আর তারপর যা হওয়ার তা হবে। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। আগের তৃণমূল আর এই তৃণমূল এক নয়।”

একাংশ বলছেন, তৃণমূল এখন নিজেদের শোধরানোর চেষ্টা করছেন। আর সেই কারণেই দলীয় প্রার্থীদের হয়ে সভায় উপস্থিত হয়ে সকলকে সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার এই সতর্কীকরণ বার্তার পরেও তৃণমূল কতটা নিজেদের শুধরে নিতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!