এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নুসরত জাহানের খাসতালুকে ক্রমশ বাড়ছে উল্টো স্রোতের হাওয়া? শয়ে-শয়ে তৃণমূল কর্মীর যোগ বিজেপিতে

নুসরত জাহানের খাসতালুকে ক্রমশ বাড়ছে উল্টো স্রোতের হাওয়া? শয়ে-শয়ে তৃণমূল কর্মীর যোগ বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি মূলত তৃণমূল ও বিজেপির নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে। দুই পরস্পর বিরোধী রাজনৈতিক দলই সম্প্রতি অপর দলের কর্মী ভাঙিয়ে এনে নিজের দলভুক্ত করে দলের উদরপূর্তির কাজে ব্যস্ত। গত প্রায় দু’সপ্তাহ ধরে বিজেপি থেকে তৃণমূলে দলবদলের একমুখী স্রোত চলছিল। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো স্রোত দেখা গেল। টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহানের খাসতালুক বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলার বসিরহাটে গতকাল তৃণমূল, সিপিএম, কংগ্রেস ত্যাগ করে প্রায় ৩০০ জন সদস্য যোগদান করলেন বিজেপিতে।

প্রসঙ্গত গত মাসে ৭০০ এরও বেশি বিজেপি সদস্য বিজেপি ত্যাগ করে তৃণমূল দলে যোগদান করেছিলেন। যার ঠিক এক মাস পরেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন স্রোত। গতকাল মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা সাংগঠনিক কার্যালয় ভবনে চললো এই দলবদল পর্ব। এদিন তৃণমূল, সিপিএম, কংগ্রেস দল ত্যাগ করে প্রায় তিনশো জন সদস্য যোগদান করলেন বিজেপি দলে। সদ্য তৃণমূল, সিপিএম, কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করা এই নবাগত গৈরিক সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষ। কার্যালয় ভবনে চললো এক আনন্দ উৎসব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি দলে যোগ দিয়েই প্রাক্তন তৃণমূল সদস্যরা তৃণমূলের বিরুদ্ধে বিষেদাগার করতে শুরু করলেন। তারা জানালেন, তৃণমূল দলের ব্যাপক দলবাজির কারণেই তারা তৃণমূল দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বসিরহাট বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এত জন তৃণমূল সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় তৃণমূল দলের যথেষ্ট ক্ষতি হয়েছে। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল দলে আরও অনেক ভাঙন ধরাবে বলে বিজেপি নেতৃত্বের দাবি।

অন্যদিকে খোদ নুসরাতের খাস তালুকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় বসিরহাটে বিজেপির সাংগঠনিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে বলে বিজেপি দলের নেতাকর্মীদের অভিমত। প্রসঙ্গত সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিজেপি ছেড়ে তৃণমূল দলে ও তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদানের একটা পালা চলছে। দুই দলের মধ্যে বারবার চলছে সদস্য বদলের পালা। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই পক্রিয়া চলবে বলে অনেকের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!