এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নার্সদের জন্য খুশির খবর, এসএসকেএমে বড় ঘোষণা মমতার!

নার্সদের জন্য খুশির খবর, এসএসকেএমে বড় ঘোষণা মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই এসএসকেএম হাসপাতালে গিয়ে 15 দিন অন্তর অন্তর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে তিনি যে এসএসকেএম হাসপাতালে আসবেন, তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো করে আজ বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেশ কিছুক্ষণ আধিকারিক থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পর বাইরে বেরিয়ে আসেন তিনি। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে কাজ করলে যে তার সঠিক পুরস্কার আছে, সেই কথাও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের সাংবাদিক সম্মেলন থেকে। যেখানে নার্সদের জন্য একটি চমকপ্রদ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন এসএসকেএম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নার্সদের জন্য একটি ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকদের নির্দেশে জুনিয়র ডাক্তাররা খুব ভালো কাজ করেন। অনেক নার্স দীর্ঘ অভিজ্ঞতা থেকে চিকিৎসকদের সমান কাজ করতে পারেন। যারা ভালো কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সকে আরও একধাপ পদোন্নতি করা হবে। ভালো কাজ করলে পদন্নতির পর এই সমস্ত নার্সরা প্র্যাকটিশনার সিস্টার হবেন।” স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নার্স এবং চিকিৎসক মহলে যে যথেষ্ট খুশির হাওয়া তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নার্সদের ক্ষেত্রে নয়, এর আগেও একাধিক বিষয়ে কাজ করলেই যে পুরস্কার, সেই ব্যাপারে উৎসাহ প্রদান করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ভালো কাজের যে কদর তার কাছে আছে, তা বারবার প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস সহ একাধিক বিষয়ে চিকিৎসক থেকে শুরু করে নার্সদের দিনরাত এক করে কাজ করতে হচ্ছে। তাই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত সেই নার্সদের উৎসাহ প্রদান করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!