এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অভিমান ছিল, এখন মিটে গেছে” শোভনের তৃণমূলে যোগদান নিয়ে একি বললেন বৈশাখী!

“অভিমান ছিল, এখন মিটে গেছে” শোভনের তৃণমূলে যোগদান নিয়ে একি বললেন বৈশাখী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তৃণমূলের সঙ্গে। যার কারণে বান্ধবীকে সাথে করে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপর বহু জল বয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে শোভন চট্টোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে নেই। তবে হঠাৎ করেই আজ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সেই শোভন চট্টোপাধ্যায়। যার ফলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে, তাহলে কি যাবতীয় তিক্ততা মিটে গেল! আর এবার গোটা বিষয়ে বড়সড় তথ্য দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি চাই শোভন নিজের রাজনৈতিক জীবন তাড়াতাড়ি শুরু করুক। আজ আবার আমি পুরনো শোভনকে দেখতে পেলাম। মাঝে অভিমানের একটা পর্ব ছিল। এখন সেটা মিটে গেছে।”

স্বভাবতই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে যাবতীয় তিক্ততা মিটিয়ে তারা যে আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন, তা স্পষ্ট করে দিলেন। আর তাদের সক্রিয় রাজনীতির পরবর্তী প্ল্যাটফর্ম যে সেই তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে কার্যত একমত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!