এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের সঙ্গে বিশেষ বৈঠকে তৃণমূলের জেলাস্তরের একাধিক শীর্ষনেতা! বিধানসভা ভোটের আগে জল্পনা

অভিষেকের সঙ্গে বিশেষ বৈঠকে তৃণমূলের জেলাস্তরের একাধিক শীর্ষনেতা! বিধানসভা ভোটের আগে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় বিভিন্ন জেলাতে তৃণমূল কংগ্রেস সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেছে। শুধু সংগঠনকে সাজিয়ে তোলাই নয়, বিভিন্ন জেলায় ব্লক স্তর থেকে শুরু করে পৌরস্তরে কারা দলের মুখ হবেন, তার ব্যাপারেও রাজ্য থেকে নাম ঠিক করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দ্বন্দ্ব যাতে না হয় তার জন্য বিভিন্ন জেলার কমিটি ঘোষণার আগে কলকাতায় সেই জেলাগুলোর সঙ্গে বৈঠক করে নিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর শনিবার মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠকে বসছেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিনের এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকবেন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী, চেয়ারম্যান এবং কো-অর্ডিনেটররা। একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগে জেলার সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করতেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে মালদহ জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে এই বৈঠক করা হচ্ছে।

বস্তুত, গত লোকসভা নির্বাচনে মালদহে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তার আগে বিধানসভা নির্বাচনে গোটা মালদহ জেলায় গোষ্ঠী কোন্দলের ফল ভুগতে হয়েছে দলকে। তাই এমত পরিস্থিতিতে আগামী দিনে দলকে শক্তিশালী ভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, এখন থেকেই শীর্ষ নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে বসে সমস্ত সমাধান করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “গত প্রায় এক বছর ধরে মালদহে দলের জেলা কমিটি নেই। প্রস্তাবিত ব্লক সভাপতির নাম রাজ্যে পাঠানো হলেও অনুমতি মেলেনি। ফলে ব্লক স্তরে কমিটি গঠনের প্রক্রিয়াও ঝুলে রয়েছে। বিষয়টি নিয়ে আমরা রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করব। বৈঠকে অভিষেকবাবুকে এই ব্যাপারে বলা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এই ব্যাপারে জেলা তৃণমূলের আরেক নেতা বলেন, “আমরা সব কটি বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্যে ঝাপাব। তবে তার আগে বিধানসভা ভিত্তিক রণকৌশল স্থির করতে হবে। তার জন্য কেন্দ্র অনুযায়ী শক্তি এবং দুর্বলতাগুলো আমাদের অনুধাবন করতে হবে। দুর্বল জায়গাগুলোতে এখন থেকেই নজর দিতে হবে। পুজোর পর থেকে ওইসব এলাকায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করতে হবে। রাজ্য স্তরের বৈঠকে কি আলোচনা হয়, এখন আমরা সেদিকেই তাকিয়ে। রাজ্যের নির্দেশমত ভবিষ্যতে পদক্ষেপ করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রথমেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার জন্য কড়া বার্তা দিতে পারেন। তারপর জেলার কমিটি থেকে শুরু করে ব্লক কমিটি এবং শহর কমিটি গঠনে নেতাদের কাছ থেকে মতামত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মালদহ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!