এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে আত্মপ্রকাশ আব্বাসের নতুন দলের, চিন্তা কি বাড়লো তৃণমূল নেত্রীর?

অবশেষে আত্মপ্রকাশ আব্বাসের নতুন দলের, চিন্তা কি বাড়লো তৃণমূল নেত্রীর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা চলছিল ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীকে নিয়ে। কারণ, পীরজাদা আব্বাস দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে পা দেবেন বলে প্রচার চালাচ্ছিলেন। আর এবার সমস্ত জল্পনার অবশেষে আজ সাংবাদিক বৈঠক করে ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী নতুন দলের নাম ঘোষণা করলেন। খুব স্বাভাবিকভাবেই এবার বলা যায়, তৃণমূল কংগ্রেসের সামনে এখন বাম, কংগ্রেস, বিজেপি ছাড়াও আরেকটি নতুন দলের সূত্রপাত হল।

জানা গিয়েছে, আব্বাস নতুন দলের নাম দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তিনি আরও জানিয়েছেন, নতুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর কার্যকরী কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে নওশাদ সিদ্দিকীকে এবং দলের সভাপতি হয়েছেন শিমুল সরেন। যথারীতি রাজনীতিতে আব্বাস সিদ্দিকীর নতুন দল নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা। কোন রূপরেখা তৈরি করে আব্বাস রাজনীতিতে নামলেন, তা দেখার জন্য কৌতুহলী বাংলার রাজনৈতিক মহল। পাশাপাশি ইতিমধ্যেই আব্বাসের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছে আরেক সংখ্যালঘু সংগঠন মিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আন্যদিকে আব্বাস আগেই আভাস দিয়েছিলেন তিনি একুশের বিধানসভা নির্বাচনে অর্ধেকেরো বেশী আসনে প্রার্থী দেবেন। সে জায়গাএ আব্বাসের অঙ্ক পরিষ্কার। যদি পঞ্চাশ থেকে ষাটটিও আসন জেতে আব্বাসের নতুন দল তাআহলী যে দলই মুখ্যমন্ত্রী পদ লাভ করুক তাকে আব্বাসের নতুন দলের ওপরেই নির্ভর করতে হবে। আর আব্বাস সেটা নিজেও জানেন। যথারীতি এখন থেকেই আব্বাস জানিয়ে রেখেছেন, যে দল জিতবে তাকে আব্বাসের কাছেই আসতে হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আব্বাসের নতুন দল আত্মপ্রকাশ করার স্বাভাবিকভাবেই রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাংকে শুরু হলো ফাটল ধরা। এতদিন পর্যন্ত সংখ্যালঘু ভোটব্যাংককে নিজেদের কাজে লাগিয়েছে তৃণমূল শিবির। কিন্তু এবার পরিস্থিতি অন্য। একুশের বিধানসভা নির্বাচনে এবার 100% সংখ্যালঘু ভোট তৃণমূল পাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্বের চিন্তা যে বেড়ে চতুর্গুণ হলো আব্বাসের নতুন দল আসায়, সে কথা বলার অপেক্ষা রাখেনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!