অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন মুকুল পত্নী, মুকুল রায়কে সহানুভূতি জানালেন অনেকেই বিশেষ খবর রাজনীতি রাজ্য July 6, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিনের লড়াইয়ের অবসান হলো আজকে। আজ ভোরবেলা চেন্নাইয়ের একদল চিকিৎসক হেরে গেলেন ভবিতব্যের কাছে। কথা হচ্ছে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে নিয়ে। দীর্ঘদিন ধরেই রোগভোগ করছিলেন তিনি। অবশেষে আজকে তিনি চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুকুল রায়ের স্ত্রী প্রাথমিকভাবে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রথমে। সেই সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তাঁকে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা হয়। কৃষ্ণ রায় করোনাকে এড়াতে পারলেও তাঁর ফুসফুস কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তিনি করোনাসংক্রান্ত জটিলতা তিনি এড়াতে পারেননি। তাঁকে কলকাতাতেও একমো সাপোর্টে রাখা হচ্ছিল। দিনদিন তাঁর পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখানেও তিনি এক একমো সাপোর্টেই ছিলেন বলেন জানা যায়। তাবড় চিকিৎসকরা তাঁর ফুসফুস প্রতিস্থাপনের চেষ্টা চালাচ্ছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু এতকিছু করেও তাঁকে সুস্থ করা যায়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের হার মানতে হলো। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণা রায়ের। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন তাঁর পুত্র তথা তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। ইতিমধ্যেই কৃষ্ণা রায়ের মৃত্যুতে মুকুল রায়কে সহানুভূতি জানিয়েছেন রাজনৈতিক মহলের অনেকেই। প্রসঙ্গত, কলকাতার হাসপাতালে থাকাকালীন মুকুল রায়ের স্ত্রীকে একের পর এক রাজনৈতিক নেতা দেখতে যান, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাওয়া যায়। আপনার মতামত জানান -