এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে খুলতে চলেছে স্কুল? কি নির্দেশিকা দিল সরকার! জেনে নিন

অবশেষে খুলতে চলেছে স্কুল? কি নির্দেশিকা দিল সরকার! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সেই মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। অভিভাবক অভিভাবিকারা শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর পক্ষে সওয়াল করলেও, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনোরুপ প্রতিষেধক না বেরোনোর কারনে তারাও এই ব্যাপারে সাহস দেখাচ্ছেন না। তবে সম্প্রতি পঞ্চম দফায় আনলক ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের সুবিধামত স্কুল খুলতে পারবে।

কিন্তু সোমবার বিদ্যালয় খোলা নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া  হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি নিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারবে। এক্ষেত্রে তাদের উপস্থিতি ব্যাপারে কোনোরূপ করাকরি করা যাবে না। অর্থাৎ বিদ্যালয় খোলা হলেও, অভিভাবক অভিভাবিকারাই যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা নির্দেশিকাতেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় সরকারের স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা যদি ইচ্ছা করে, তাহলে তারা অনলাইন ক্লাস করতে পারবে। তবে বিদ্যালয় খোলার আগে বেশ কিছু নিয়ম পালন করার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। যেখানে ক্লাসরুমকে ভালোভাবে স্যানিটাইজ করা সহ কোনো আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়, তার জন্য প্রতিটি স্কুলকে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে। এছাড়াও স্কুলের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পড়ে আসা বাধ্যতামূলক হতে চলেছে। অর্থাৎ বিদ্যালয় খোলা হলেও যাতে এই নিয়ে বড়সড় কোনো বিপদ না ঘটে, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, দীর্ঘ ছয় মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে বসে অনলাইনে তাদের পড়াশোনা করছেন। বর্তমানে এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে এইভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের পড়াশোনা করার ক্ষেত্রে অনেকটাই অসুবিধে হচ্ছে। তাই এমত পরিস্থিতিতে স্কুল খোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হলেও, সেখানে ছাত্র-ছাত্রীদের পাঠানোর ব্যাপারে অভিভাবকরাই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তা জানিয়ে দিয়েছে সরকার। অনেকে বলছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সিংহভাগ অভিভাবক অভিভাবিকারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে সাহস দেখাবেন না।

স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে বিদ্যালয় খোলা হলেও সেখানে সঠিক মাত্রায় পড়ুয়া আসবে না বলেই মনে করা হচ্ছে। তবে দীর্ঘ ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে তা খোলার ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হলে, এখন এই ব্যাপারে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক- অভিভাবিকারা কি সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!