অবশেষে নবান্নে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকরা, বাকি দাবি কি মেনে নেবে সরকার? তুঙ্গে জল্পনা! কলকাতা রাজ্য September 18, 2024September 18, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকরা আলোচনা করে আসলেও তাদের বেশ কিছু দাবি এখনও পূর্ণ হয়নি বলে সোচ্চার হচ্ছেন আন্দোলন কারীরা। আর এই পরিস্থিতিতে আজ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক চেয়ে মেইল করা হয়েছিল। আর সেই মেইলের প্রত্যুত্তরে মুখ্যসচিব জানিয়ে দিয়েছিলেন যে, আজ নবান্নে সাড়ে ছটায় ৩০ জন প্রতিনিধি নিয়ে আসতে পারেন জুনিয়র চিকিৎসকরা। সেই মত তাদের অবস্থান মঞ্চের কাছে বাস পৌঁছনোর সাথে সাথেই সেখানে উঠে নবান্নে পৌঁছে গেলেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই বাস করে জুনিয়র চিকিৎসকরা নবান্নে পৌঁছে গিয়েছেন। আর সেখানেই আজ রাজ্যের সঙ্গে আবার তাদের বৈঠক হবে। মূলত, আরও দুটি দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। তাই সেই দুটি দাবি পূরণের লক্ষ্য নিয়েই আজ রাজ্যের সঙ্গে তারা আবার আলোচনায় বসেছেন। তবে নবান্নের এই বৈঠকে সমাধান সূত্র বের হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -