এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে রাজনীতিতে পা রাখতে চলেছেন এই সুপারস্টার

অবশেষে রাজনীতিতে পা রাখতে চলেছেন এই সুপারস্টার


জীবনে বহু সিনেমায় বড় নেতা হয়ে দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। চরিত্রের প্রয়োজনে হয়েছেন মন্ত্রী-মুখ্যমন্ত্রীও। এবার ভক্তদের দীর্ঘদিনের দাবি মেনে সিনেমার মতো বাস্তবেও রাজনীতিতে পা রাখতে চলেছেন দক্ষিণের থালাইভা। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো তাঁকে কাছে পেতে নানান রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল অনেক আগে থেকেই। কিন্তু সূত্রের খবর, রজনীকান্ত তাঁর ফ্যানেদের বানানো ক্লাবকেই নতুন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন।

জল্পনা বহুদিন ধরেই চলছিল‌। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অবশেষে রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন। রজনীকান্তের রাজনীতিতে প্রবেশের খবরে ইতিমধ্যে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সূত্রের খবর আগামী 2020 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই তাঁর নিজস্ব রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে।

ইতিমধ্যে রজনীকান্ত ফ্যান ক্লাব যা রাজনীতির মোড়কে আত্মপ্রকাশ করতে চলেছেন, তাঁদের বিভিন্ন দলীয় নীতি তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে চলছে। তবে শোনা যাচ্ছে, পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার আগে দলের নাম বদল হতে পারে। ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য হল তামিলনাড়ু। এই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি ছিলেন ডিএমকে সভাপতি এম করুণানিধি এবং এআইএডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। তাঁদের ছেড়ে যাওয়া ফাঁকা আসনটি পূর্ণ করার লক্ষ্যেই রজনীকান্ত রাজনৈতিক মঞ্চে পদার্পণ করছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী রজনীকান্ত ইতিমধ্যেই বিজেপি দলের সাথে যোগাযোগ করেছেন। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসেছেন বলে খবর আসছে। তামিলনাড়ুর মানুষের বেশকিছু দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রের সম্মুখীন হতে চলেছেন রজনীকান্ত বলে জানা গেছে। রজনীকান্তের রাজনৈতিক মঞ্চে পদার্পণ করার খুশিতে তাঁর দাদা সত্যনারায়ন রাও ধর্মপুরীর কালভৈরব মন্দিরে পুজো দেন এবং সেখান থেকেই তিনিও জানান, আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই সামনে আসতে চলেছে রজনীকান্তের পার্টি পুরোভাগে।

তামিলনাড়ুর রাজনীতিতে অসাধারণ সাফল্য পেয়েছেন সিনেমা জগতের আলো ঝলমলে তারকারা। তামিল রাজনীতির প্রবাদপুরুষ এম জি রামচন্দ্রন নিজেও ছিলেন তামিল সিনেমার সুপারস্টার। গত কয়েক দশক ধরে যে দুটি দল তামিলনাড়ুর রাজনীতিতে প্রাধান্য দেখিয়ে আসছে, অর্থাৎ ডিএমকে ও এডিএমকে দল, সেই দলের প্রধান দুই শীর্ষ নেতা করুণানিধি ও প্রয়াত জে জয়ললিতাও তামিল চলচ্চিত্রের অতি পরিচিত মুখ। এবার সেই পথে পা বাড়িয়ে দিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তাঁর ফিল্মি ক্যারিয়ারের জনপ্রিয়তা রাজনৈতিক মঞ্চে সফলতা আনে কিনা, তা দেখতে এখন কৌতুহলী দৃষ্টি নিয়ে অপেক্ষারত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!