এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবশেষে সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন অর্জুন ! জেনে নিন দিনক্ষণ !

অবশেষে সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন অর্জুন ! জেনে নিন দিনক্ষণ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার সাথে সাথেই সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু সেই পথে হাঁটতে দেখা গেল না ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে। তৃনমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেও, সাংসদ পদে ইস্তফা দিলেন না তিনি। যার ফলে নানা মহলে উঠতে শুরু করেছিল প্রশ্ন। তবে এই ব্যাপারে বিজেপিতে থাকা দুই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তুলে তিনি কবে সাংসদ পদে ইস্তফা দেবেন, তা জানিয়ে দিলেন অর্জুন সিংহ।

সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। আর তারপরেই বিজেপিতে টিকিটে জিতে দলবদল করার পরেও কেন তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন না, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্জুন সিংহ বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুজন সাংসদ আছেন, যারা এখন বিজেপি করছেন। আগে ওনারা সাংসদ পদে ইস্তফা দিন। আমি এক ঘন্টার মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পুর্ননির্বাচনের জন্য তৈরি হয়ে যাব।”

একাংশ বলছেন, এক্ষেত্রে অর্জুন সিংহ নাম না করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর কথা তুলে ধরার চেষ্টা করলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!