এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবশেষে শুভেন্দুর ব্যাপারে মুখ খুললেন শিশির অধিকারী! কি বললেন, জেনে নিন!

অবশেষে শুভেন্দুর ব্যাপারে মুখ খুললেন শিশির অধিকারী! কি বললেন, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সরকারি অনুষ্ঠান থেকে দলীয় অনুষ্ঠান কোনোখানেই তেমনভাবে সক্রিয় ভূমিকায়  দেখা যাচ্ছেনা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দলে তেমনভাবে গুরুত্বপূর্ণ জায়গা না পাওয়ায় এবং তার হাত থেকে অনেক জেলার দায়িত্ব কেড়ে নেওয়ার পর কিছুটা হলেও শুভেন্দুবাবু ক্ষিপ্ত হয়েছেন বলে নানা মহলে জল্পনা তৈরি হতে শুরু করে। শুধু তাই নয়, বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি যোগের জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করে।

আর এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারকে নিয়ে যখন ব্যাপক মাত্রায় জল্পনা চলছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুললেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুরে দলের কর্মসূচিতে যোগ দেন শিশিরবাবু।

আর সেখানেই শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মত নেত্রী আমরা খুব কমই দেখেছি। শুভেন্দু তৃণমূলের খুব শক্তিশালী নেতা। শুভেন্দু নাবালক নয়। তাকে নিয়ে এত অপপ্রচার কেন করা হয়, তাকে জিজ্ঞাসা করলেই তো সঠিক উত্তর পাওয়া যাবে। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা নির্দেশ দেবেন, অধিকারী পরিবার তাই মেনে চলে। অধিকারী পরিবারের কেউ বেইমান নয়। শুভেন্দুকে নিয়ে অপপ্রচার চলছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে নানা মহলে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে অত্যন্ত রুষ্ট শিশিরবাবু। আর তাই তিনি এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিলেন যে, গোটা ঘটনাটাই একটা অপপ্রচার। শুভেন্দু অধিকারীর পিতা বলেন, “অধিকারী পরিবার কিন্তু বেইমান নয়। বরং তার সঙ্গে কংগ্রেস করতাম। সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে এলাম। কংগ্রেস তখন আর করা যাচ্ছিল না। আমি তো বুঝতেই পারছি না আমাদের জেলা থেকে কারা এসব রটাচ্ছে! জেলায় বিজেপি কোথায়? শুভেন্দু তো সারাদিন পরিশ্রম করে। দিব্যেন্দুকে মুখ্যমন্ত্রী সাংসদ করেছেন। আমি কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার পরিবর্তে ছেলে সৌমেন্দু এখন চেয়ারম্যান। মানুষের সেবা করাই আমাদের প্রধান কাজ। মমতা ব্যানার্জির সততা নিয়ে কেউ যদি প্রশ্ন করে, তাহলে তার মত মূর্খ কেউ নেই। 30 বছর আগে যদি মমতা ক্ষমতায় আসত, তাহলে দেশের এই অবস্থা হত না। যতটা কাজ করা যায় করতে পেরেছি। কেন্দ্র কোনো কর্মসংস্থান করেনি। শুধু চক্রান্ত, কুৎসা, অপপ্রচার করছে।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে যে পরিমাণ জল্পনা বর্তমানে তৈরি হয়েছিল, তাতে অধিকারী পরিবার কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছিল। তাই এই পরিস্থিতিতে ছেলের দলবদল নিয়ে মুখ খুলে গোটা ঘটনাকে “অপপ্রচার” বলে শিশির অধিকারী প্রমাণ করে দিলেন যে, তারা এই সমস্ত ব্যাপারে কিছুই ভাবছেন না। বরঞ্চ কেউ বা কারা এই সমস্ত গুজব রটাচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শিশির অধিকারী এই বক্তব্য প্রদান করে জল্পনায় জল ঢেলে দিলেও বাস্তব কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!