এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাংবাদিক বৈঠক ডেকে পদ ছাড়লেন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা! বিজেপি-যোগের জল্পনায় উত্তাল রাজ্য!

সাংবাদিক বৈঠক ডেকে পদ ছাড়লেন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা! বিজেপি-যোগের জল্পনায় উত্তাল রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের প্রতিটি জেলায় নতুন কমিটি গঠন করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। যেখানে নতুন কমিটি নিয়ে বিভিন্ন জেলার হেভিওয়েট নেতারা সরব হতে শুরু করেন। এবার আলিপুরদুয়ার জেলায় তৃনমূল নেতা আশিস দত্ত তার পদ ছাড়ার কথা ঘোষণা করলেন। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, বুধবার দুপুর 12 টার সময় একটি সাংবাদিক বৈঠকে জেলা কমিটির সহ সভাপতি পদ ছাড়ার কথা ঘোষণা করেন আশিস দত্ত। আর এহেন হেভিওয়েট তৃনমূল নেতার এভাবে পদ ছাড়ার কথা বলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন তিনি জেলা কমিটির সহ সভাপতির দায়িত্ব ছেড়ে দিলেন? এদিন এই প্রসঙ্গে আশিস দত্ত বলেন, “নতুন জেলা কমিটিতে যাদের আনা হয়েছে, তারা কেউ যোগ্য নন‌। তাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেটা মেনে নিতে পারছি না। সেই কারনেই পদত্যাগের সিদ্ধান্ত। দলের একজন কর্মী হিসেবে কাজ করব।”

আর আশিস দত্ত এভাবে দলের বিরুদ্ধে সরব হয়ে পদ ছেড়ে দিলেন, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, হেভিওয়েট এই তৃনমূল নেতা এবার বিজেপিতে যোগ দিতে পারেন। আর উত্তরবঙ্গের তৃণমূল নেতা এভাবে দায়িত্ব থেকে সরে যাওয়ায় যদি অন্য দলে নাম লেখান, তাহলে বড় চাপে পড়তে পারে শাসকদল বলেই মত একাংশের। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। আর তিনি চলে যাওয়ার পর যেভাবে আশিস দত্ত নিজের পদ ছেড়ে দিলেন, তাতে উত্তরবঙ্গে তৃনমূল অনেকটাই বেকায়দায় পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভায় উত্তরবঙ্গের আটটি কেন্দ্রের মধ্যে সাতটি আসন দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু তারপর আগামী বিধানসভা নির্বাচনে যাতে তৃণমূল এখানে ভালো ফল করতে পারে, তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে শাসকদল। আর এই পরিস্থিতিতে নতুন সংগঠন সাজাতে নানা কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু সেই কমিটিতে খুশি না হয়ে যেভাবে পদ ছেড়ে দিলেন আশিস দত্ত তাতে নয়া গুঞ্জন তৈরি হয়েছে। কিন্তু দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক আশিস দত্ত পদ ছেড়ে দিয়ে বিজেপিতে যেতে পারেন বলে যে রটনা তৈরি হয়েছে, তা যদি বাস্তব হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে দলের গঠনতন্ত্র নিয়ে সরব হয়ে পদ ছেড়ে দেওয়া তৃনমূল নেতা আশিস দত্তের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!