এখন পড়ছেন
হোম > খেলা > অবসর নিচ্ছেন এই ভারতীয় মহাতারকা? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তুমুল শোরগোল গোটা দেশে!

অবসর নিচ্ছেন এই ভারতীয় মহাতারকা? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তুমুল শোরগোল গোটা দেশে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই বিশ্বজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর পোস্ট ঘিরে তার আপামর ফ্যানেরা স্তম্ভিত। হায়দ্রাবাদি এই ব্যাডমিন্টন তারকা তাঁর নিজের ইনস্টাগ্রাম টাইমলাইনে নতুন একটি পোস্ট করেছেন। আর এই সুদীর্ঘ পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ইনস্টাগ্রামের এই দীর্ঘ পোস্টে সিন্ধু অবসর গ্রহণের কথা বলেন। পাশাপাশি এও জানিয়েছেন, ডেনমার্ক ওপেনের পরেই তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। দেশের ক্রীড়ামহল আচম্বিত হয়ে পড়েন। সত্যি সত্যি কি অলিম্পিকে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা অবসর নিতে চলেছেন? কিন্তু তারপরেই আসে আসল চমক। পি ভি সিন্ধুর পুরো পোস্টটি পড়লে সম্পূর্ণ সন্দেহের নিরসন হবে। আসলে করোনা আবহে দীর্ঘদিন ধরেই খেলার জগতে পা দেননি অ্যাথলিটরা। এখনো পর্যন্ত তাঁরা গৃহবন্দি। নিউ নর্মালেও খেলার জগৎ পুরোপুরি নর্মাল হয়নি। ক্রিকেট-ফুটবল হলেও তা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে করোনার কথা মাথায় রেখে ডেনমার্ক ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন পিভি সিন্ধু। আর সে কারণেই তিনি নিজের পোস্টে ডেনমার্ক ওপেনের কথা উল্লেখ করেছেন। প্রথমে অবসরের কথা লিখলেও পিভি সিন্ধু কিন্তু তাঁর পোষ্টের শেষে রেখেছেন চমক। আসলেই বড়োসড়ো ওই পোস্টে পিভি সিন্ধু করোনা মহামারীর দীর্ঘ সময় ধরে তিনি কিভাবে নিজের মানসিক অবস্থার সঙ্গে লড়াই চালিয়েছেন, সেকথাই ব্যক্ত করেছেন। আর সবশেষে তিনি জানিয়েছেন, বর্তমানে সেই মানসিক অশান্তি এবং নেতিবাচক চিন্তা থেকেই তিনি অবসর নিচ্ছেন।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ডেনমার্ক ওপেনে না খেললেও আগামীদিনে এশিয়া ওপেন ব্যাডমিন্টন 2020 তে তিনি ব্যাডমিন্টন কোর্টে নামতে চলেছেন। যথারীতি পুরো পোস্ট পড়ার পরেই তাঁর ভক্তরা কার্যত হাঁফ ছেড়েছেন। নিজের পোস্টে পিভি সিন্ধু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি খেলা থেকে রিটায়ারমেন্ট কোনভাবেই নিচ্ছেন না। অবসর নিচ্ছেন বর্তমানের এই ভয়ের পরিস্থিতি থেকে, এই আতঙ্কের দিন গোনা থেকে। এই মুহূর্তে বিশ্ব ব্যাডমিন্টন সার্কিটের এক উজ্জ্বল নাম পিভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টনসহ ক্রীড়ামহলে পিভি সিন্ধুর প্রভাব ও সম্মান যে আকাশচুম্বী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত নেট পাড়ার হইচই থেমে গেছে পি ভি সিন্ধুর পোস্ট এর আসল মর্মার্থ অনুধাবন করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!