এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধ্যাপকের মন্তব্য ঘিরে বিতর্কের মুখে বিশ্বভারতী ! গ্রেপ্তার অধ্যাপক !

অধ্যাপকের মন্তব্য ঘিরে বিতর্কের মুখে বিশ্বভারতী ! গ্রেপ্তার অধ্যাপক !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  বাংলা রাজ্য তথা দেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিশ্বভারতীর অধ্যাপককে ঘিরে ফের নতুন বিতর্কের মুখে পড়ল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান । বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু  প্রকাশ্য বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র কে জাতি বৈষম্যমূলক মন্তব্য করেন আর এই মর্মেই অর্থনীতি বিভাগের ছাত্র  সোমনাথ সৌ শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সঙ্গীত ভবনের মনিপুরী বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে ।

জানা গিয়েছে যে পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর এই অধ্যাপককে  গত রবিবার গ্রেপ্তার করেছেন আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে । প্রসঙ্গ উল্লেখ্যযে  অধ্যাপক সিউড়ি জেলা আদালতে জামিনের জন্য আবেদন করার পরেও সেই জামিন খারিজ হয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত ।

পরবর্তীতে তিনি কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন যদিও এই মামলা গ্রহণ করেনি মহামান্য আদালত । এদিন অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, ‘আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি ওঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!