এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীর দায়িত্ব পেতেই মুর্শিদাবাদে দ্রুত জমি হারাচ্ছে তৃণমূল? সামাল দিতে আসরে খোদ মমতা?

অধীর দায়িত্ব পেতেই মুর্শিদাবাদে দ্রুত জমি হারাচ্ছে তৃণমূল? সামাল দিতে আসরে খোদ মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী। বহুবার তা প্রমাণ হয়ে গেছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি নরম করলেও, বাংলার মুর্শিদাবাদের শাহেনসা বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু তেমনভাবে তৃণমূলের প্রতি নরম মনোভাব পোষণ করতে দেখা যায়নি। উল্টে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে তাকে। বিগত লোকসভা নির্বাচনের পর অধীর রঞ্জন চৌধুরীকে জাতীয় স্তরে বড়সড় দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড।

যেখানে লোকসভার দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র প্রয়াত হওয়ার পর সেই অধীর রঞ্জন চৌধুরীকে আবার বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই অধীর রঞ্জন চৌধুরী বাংলার সংগঠনের দায়িত্ব পেতে না পেতেই বাংলার দিকে যেমন নজর দিচ্ছেন, ঠিক তেমনই নিজের গড় মুর্শিদাবাদেও নজর দিতে শুরু করেছেন।

একসময় অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদে অনেকটাই বেগ দিতে শুরু করেছিলেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বর্তমানে সেই শুভেন্দু অধিকারীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী সংগঠন সামলানোর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই নিজের জেলাতে আরও বেশি করে তৃণমূলকে কুপোকাত করতে উদ্যত হয়েছেন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে এখন সেখানে চাপ বাড়ছে তৃনমূল কংগ্রেসের। তাই এই পরিস্থিতিতে এবার অধীর রঞ্জন চৌধুরীকে মাত দিতে কি আসরে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বস্তুত, করোনা আবহের মধ্যে বিভিন্ন জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। আর এবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গেছে, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর আসার দিন ঠিক না হলেও, দ্রুত তিনি এই প্রশাসনিক বৈঠক করতে পারেন। তবে যদি তিনি জেলায় এসে এই প্রশাসনিক বৈঠক না করেন, তাহলে অনলাইনে ভার্চুয়ালের মাধ্যমে তার এই প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে বলে খবর। আর মুখ্যমন্ত্রীর জেলা সফরে আসার সম্ভাবনা দেখা দিতেই নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল যাতে ভালো সাফল্য পায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সবথেকে বেশি জোর দেবেন। আর তাই সেই জেলায় তৃণমূলকে শক্তিশালী করার জন্য পুজোর আগে সেখানে প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে এক প্রশাসনিক আধিকারিক বলেন, “মুখ্যমন্ত্রীর জেলায় আসার দিনক্ষণ কিছুদিন আগে জানা যায়। হাতে বেশি সময় পাওয়া যায় না। সেই কারণে তার আসার সম্ভাবনার কথা জানতে পেরে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।” এদিকে এই ব্যাপারে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল বলেন, “উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু করেছেন। তিনি আমাদের জেলাতেও আসবেন। তবে সেটা পুজোর আগে না পরে, সেটা জানা যায়নি। আমাদের জেলায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি আসার পর হয়ত আরও নতুন কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন।”

বিশেষজ্ঞরা বলছেন, রুটিন কর্মসূচি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর ধরা যেতে পারে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটিতে প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কুপোকাত করার চেষ্টা করতে পারেন। সব মিলিয়ে উন্নয়নের বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় কবে আসেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!