এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঐক্যবন্ধ হওয়ার বার্তা দেওয়াই সার, অভিষেক-পিকের বৈঠকের পরেও গড়ালো জল, সভায় অনুপস্থিত মন্ত্রী!

ঐক্যবন্ধ হওয়ার বার্তা দেওয়াই সার, অভিষেক-পিকের বৈঠকের পরেও গড়ালো জল, সভায় অনুপস্থিত মন্ত্রী!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা জানতে পেরে জেলার বেশ কিছু হেভিওয়েট নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এই বৈঠকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়াই করবার নির্দেশ দেয়া হয়েছিল। দলের বৈঠকগুলিতে সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু গতকাল রবিবার জেলার এক কর্মিসভায় অনুপস্থিত থাকলেন অনেকেই।

গতকাল মালদহ শহরে শহর তৃণমূলের এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। মালদহ টাউন হলে আয়োজিত হয়েছিল এই কর্মীসভা। দলের পুরোনো ও নতুন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে, আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার নির্দেশ দিতেই এই সভার আয়োজন। কিন্তু এই সভায় অনুপস্থিত থাকলেন জেলার একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। সভায় অনুপস্থিত নেতা-নেত্রীদের সমালোচনা করলেন সভায় উপস্থিত নেতারা। এদিকে এই সভার আয়োজকদের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

গতকাল রবিবার মালদহের টাউন হলে আয়োজিত এই কর্মীসভায় অনুপস্থিত থাকলেন শহরের বাসিন্দা তথা রাজ্যের দুজন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র। এছাড়াও সভায় অনুপস্থিত থাকলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম নূর, জেলা তৃণমূল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখরা। সভায় অনুপস্থিত নেতা-নেত্রীদের প্রতি ক্ষুব্ধ হলেন সভায় উপস্থিত নেতারা। সংবাদমাধ্যমের কাছে সভা শেষে তাঁরা ক্ষোভ প্রকাশ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুপস্থিত প্রাক্তন নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে সরব হলেন সভায় উপস্থিত নেতারা। গতকাল দলকে ঐক্যবদ্ধ করতে যে সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই মাথাচাড়া দিয়ে উঠল দলের গোষ্ঠী কোন্দল। যার ফলে বহু কর্মী সভা শেষ করার পূর্বেই টাউন হল ছেড়ে ছেড়ে চলে গেলেন। শেষপর্যন্ত এমন অবস্থা তৈরি হয়েছিল যে, ইংরেজবাজারের বিধায়ক তথা পুরপ্রশাসক নিহাররঞ্জন ঘোষ যখন তাঁর বক্তব্য রাখছিলেন, তখন টাউন হলে কয়েকজন মাত্র শ্রোতা অবশিষ্ট ছিলেন।

গতকালের এই কর্মীসভায় নেতা-নেত্রীদের অনুপস্থিতি প্রসঙ্গে বিভিন্ন কারণ তুলে ধরা হলো। জেলার প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে, তাঁর অনুগামীরা জানালেন। প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান যে, একেবারে শেষ মুহূর্তে গতকাল রাতে তাঁকে এই সভার জানানো হয়েছিল। এ সময় অন্য জায়গায় তাঁর কর্মসূচি থাকায় এই সভায় তিনি উপস্থিত হতে পারেননি।

প্রসঙ্গত মালদহ জেলার ইংরেজ বাজার একসময় ছিল তৃণমূলের শক্তিশালী দুর্গ। কলকাতা কর্পোরেশনের পাশাপাশি মালদার ইংরেজ বাজারে প্রথম তৃণমূল গঠিত পুর বোর্ড তৈরী হয়েছিল। এরপর মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সম্প্রতি ইংরেজ বাজারে গোষ্ঠীকোন্দলে জর্জরিত রাজ্যের শাসকদল তৃণমূল। গতকালের সভায় যা প্রকাশ্যে চলে এলো। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল শাসকদল তৃণমূল এমনটাই বিশ্লেষকেরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!