এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ CBI আদালতে ২৮ বছর বাদে ঘোষিত হবে ঐতিহাসিক রায়! কড়া নিরাপত্তার চাদরে মোড়া হল যোগী-রাজ্য!

আজ CBI আদালতে ২৮ বছর বাদে ঘোষিত হবে ঐতিহাসিক রায়! কড়া নিরাপত্তার চাদরে মোড়া হল যোগী-রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর ভাঙা পড়েছিল বাবরি মসজিদ। করসেবকদের দাবি ছিল, রামচন্দ্রের জন্ম স্থানের উপরই অবৈধভাবে নির্মিত হয়েছে এই মসজিদটি। আনন্দোলনকারীরা এই মসজিদটি ভেঙে দিয়েছিলেন। এরপর শুরু হয় হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের বিরাট দাঙ্গা। সরকারি হিসাব অনুযায়ী এই নিধনযজ্ঞে প্রাণ হারিয়েছিলেন ১৮০০ মানুষ। বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরই এ বিষয়ে পুলিশ এফআইআর করে। সেই থেকে শুরু হয় এই মামলা। এই ঘটনার প্রায় ২৮ বছর পর আজ লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে এই মামলার রায় ঘোষিত হতে চলেছে।

অন্যদিকে, গতবছরের নভেম্বর মাসে ঘোষিত হয়েছিল রাম মন্দির ও বাবরি মসজিদ জমি বিতর্ক মামলার রায়। সেসময় উৎকণ্ঠার সঙ্গে অযোধ্যা তথা উত্তরপ্রদেশের দিকে দৃষ্টি ছিল সকলের। আজ পুনরায় আবার একটি ঐতিহাসিক রায়ের সাক্ষী হতে চলেছে অযোধ্যা। আর কয়েক ঘন্টার মধ্যেই বাবরি মসজিদ মামলার রায় বের হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই রায়দানের পূর্বে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। চারপাশে প্রহরারত ব়্যাফ বাহিনী। সেই সঙ্গেই রাস্তায় ঘুরছে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ। সমস্ত কিছু নিয়ে আশঙ্কা, উৎকণ্ঠায় ফররত অযোধ্যা। প্রসঙ্গত এই মামলার অভিযুক্তদের তালিকায় রয়েছেন বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলীমোহন যোশী, বিজেপি নেত্রী উমা ভারতী সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মূলত শুনানির প্রতি গুরুত্ব আরোপ করেই হতে চলেছে এই মামলার রায়দান।

প্রসঙ্গত, লখনৌ হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে এই মামলার রায়দান হতে চলেছে। অবশ্য পুরনো বিল্ডিং ছেড়ে বেশ কিছু সময় আগেই নতুন বিল্ডিংয়ে স্থানান্তরিত হয়েছে হাইকোর্ট। তবে, দীর্ঘসময় বন্ধ থাকার পর আদালতের পুরনো বিল্ডিংয়ে সম্প্রতি পুনরায় কাজকর্ম শুরু হয়েছে। আজ সকাল থেকে নিরাপত্তার চাদরে মোড়া এই কোর্ট চত্বর। একদিকে করোনা সংক্রমণকালীন সামাজিক দূরত্বের বিষয় অন্যদিকে স্নিফার ডগ, বম্ব স্কোয়াড, ব়্যাফ বাহিনী নিয়ে চলছে জোরদার নিরাপত্তা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!