এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অযথা বিজেপিকে আক্রমণ নয়, নির্বাচনী ইশতেহারে উন্নয়ন পাথেয় তৃণমূলের!

অযথা বিজেপিকে আক্রমণ নয়, নির্বাচনী ইশতেহারে উন্নয়ন পাথেয় তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই হচ্ছে, তা পরিষ্কার। তবে নির্বাচনী প্রচার ময়দানের বিজেপিই তাদের প্রধান শত্রু বলে তৃণমূলের পক্ষ থেকে লাগাতার আক্রমণে পরিষ্কার হলেও, নির্বাচনী ইশতেহার প্রকাশে অবশ্য বিজেপিকে গুরুত্ব দিতে চাইছে না শাসক দল। এক্ষেত্রে উন্নয়নকে অবলম্বন করেই আগামীকাল ইশতেহার প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির বলে খবর। অর্থাৎ নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে এমনিতেই আক্রমণ করা হচ্ছে।

কিন্তু ইশতেহারেও যদি গেরুয়া শিবিরকে আক্রমণ করা হয়, তাহলে তা বিজেপির পক্ষে চলে যেতে পারে। এক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে বিজেপিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে বিগত 10 বছর ধরে তৃণমূল সরকারের আমলে কি কি কাজ করা হয়েছে, তার কথাই ইশতেহারে বেশি করে তুলে ধরে মানুষের মন জয় করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস বলে দাবি একাংশের।

তৃণমূল সূত্রের খবর, গত 10 বছরে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথী, খাদ্যসাথীর মত একাধিক প্রকল্পের কথা তুলে ধরা হবে সেই ইশতেহারে। পাশাপাশি করোনা ভাইরাস এবং আমপান ঝড়ের সময় তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে মানুষের পাশে থেকেছে, সেকথা তুলে ধরা হবে তাদের ইশতেহারে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ হতে চলেছে। আর সেখানেই বিপদে-আপদে মানুষের পাশে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকেছে, তা প্রধানভাবে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সর্বত্র বিজেপিকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করলেও, কেন তাদের ইশতেহারে বিজেপি বিরোধিতার কথা তুলে ধরা হবে না? একাংশ বলছেন, এক্ষেত্রেও যদি বিজেপিকে আক্রমণ করা হয়, তাহলে বাড়তি গুরুত্ব পেয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি। এমনিতেই তারা এবার প্রতিপক্ষ হয়ে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। তাই ইশতেহারে তাদের বিরুদ্ধে তেমন ভাবে কিছু না বলে বরঞ্চ উন্নয়নের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে মানুষের পাশে থেকেছে, সেকথা তুলে ধরাই প্রধান দায়িত্ব হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজ্য সরকার লাগাতার উন্নয়নে বিশ্বাসী। সেই প্রসঙ্গ ইশতেহারে থাকবে, এটাই স্বাভাবিক। রাজ্যে ফের ক্ষমতায় এসে আরও উন্নয়নের কথা ভাববে। বিজেপির হিংসার কথা আমাদের ইশতেহারে থাকছে না‌। শুধু শুধু তাদের আক্রমণের পথে গিয়ে আমরা নিজেদের লক্ষ্য থেকে সরছি না। আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা।” সব মিলিয়ে নিজেদের ইশতেহারে বিজেপিকে আক্রমণ করা অপেক্ষা উন্নয়নকেই পাথেয় করে এগিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!