এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “ওখানে সবাই Anti-Social ওটা ওখানকার রাজনীতি”- প্রতিক্রিয়া দিলীপ ঘোষের !

“ওখানে সবাই Anti-Social ওটা ওখানকার রাজনীতি”- প্রতিক্রিয়া দিলীপ ঘোষের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  উত্তপ্ত উত্তরবঙ্গের  দিনহাটা ! এখানে আগামী ৩০শে অক্টোবর  উপনির্বাচন ।  আর এই উপনির্বাচনের আগেই  রণক্ষেত্রে পরিণত হলো  দিনহাটা ।শুরু হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ,এই গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছায় যে ঘটনায় প্রাণ হারায় দুজন ব্যক্তি  আহত হন আরো পাঁচজন । ঘটনাস্থলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এতটাই গুরুতর  হয়  সেখানে মুড়ি-মুড়কির মতো গোলাগুলি চলে ।  আর এই গোষ্ঠী কোন্দল খুনের ঘটনায় তীব্র নিন্দা সহ কড়া ভাষায় প্রতিক্রিয়া করেন দিলীপ ঘোষ তিনি বলেন ”ওখানে সবাই anti-social ওটা ওখানকার রাজনীতি”।

 

সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন যেহেতু দিনহাটা বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়া তাই ওখানে সবসময় উত্তেজনা থাকে আর যেহেতু সামনেই 30 অক্টোবর রয়েছে উপনির্বাচন তাই এখন এসব করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যাতে লোক ভোট দিতে না আসে । স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের যে কারণে এই মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে । যদিও যে গোষ্ঠী পঞ্চায়েত চালায় তাদের বিরুদ্ধে একাধিক বার অনাস্থা এনেছে অন্য গোষ্ঠী আর এই মামলা আদালত পর্যন্ত মামলা গড়িয়েছিল ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!