এখন পড়ছেন
হোম > জাতীয় > অমানবিক! ভাইপোর সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কের জেরে মহিলাকে সর্বসমক্ষে করা হল ‘বিবস্ত্র’!

অমানবিক! ভাইপোর সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কের জেরে মহিলাকে সর্বসমক্ষে করা হল ‘বিবস্ত্র’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আধুনিকতা শব্দটা শুনতে যতটা সহজ লাগে, সেটাকে জীবনে পরিস্ফুটিত করে তোলাটা ততটাই কঠিন কাজ। তাই আমরা নিজেদেরকে আধুনিক বললেও মনের মধ্যে আদিম পাশবিক প্রবৃত্তিগুলো সময় পেলেই মাথা চাড়া দিয়ে ওঠে। আর তার প্রমাণ স্বরূপ মানুষ এমনও কাজ করে ফেলে যার সমালোচনা করতে গেলেও মনকে ছোট করতে হয়। ভারতবর্ষের অনেক প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের উপর এমনই অনেক অত্যাচারের কথা বর্তমানে হতবাক করে দেয়।

সানসি এমনই একটি যাযাবর উপজাতি, যারা মূলত উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান অঞ্চলে বসবাস করে। তবে ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম হানাদার বাহিনী দ্বারা এদের অত্যাচারিত হয়েছিল। তবে বর্তমানে এরা এখন রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মত রাজ্যগুলিতে প্রধানত বসবাস করে। এখন কৃষিকাজই এদের প্রধান জীবিকা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ভাইপোর সঙ্গে পরকীয়া সম্পর্কের অপরাধে সান্সি উপজাতির এক মহিলাকে একশোরও বেশি মানুষের সামনে বিবস্ত্র করে ‘শুদ্ধিকরণ’ করা হল। আর সমগ্র ঘটনাটি ঘটেছে খাপ পঞ্চায়েতের নির্দেশে। রাজস্থানের শিকর এলাকার সোলা গ্রামে ঘটে ঘটনাটি। সোলা গ্রামেই ওই মহিলা এবং যুবক তাদের পরিবারের সঙ্গে থাকেন বলে জানা যায়। কেউ গোপনে তাদের দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে সবার মধ্যে ছড়িয়ে দেয় বলে খবর আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। আর তার বিচার করতে ২১শে আগস্ট বিচারসভা বসায় স্থানীয় খাপ পঞ্চায়েত। করোনা ভাইরাসের অবহেও বিচারের সাক্ষী হতে থুড়ি মজা দেখতে একশোরও বেশি মানুষ সেখানে হাজির হন বলে জানা যায়। সেই সঙ্গে সেখানে উপস্থিত ছিল দুই অভিযুক্তর পরিবারও। এদের সকলের সামনেই নাকি ওই মহিলাকে বিবস্ত্র করে স্নান করানো হয়। শুধু এতেই খান্ত হয়নি এরা, এরপর দুই অভিযুক্তর নামে মোট ৫৩ হাজার টাকার জরিমানা দেওয়ার দাবি জানানো হয়। সেই মত যুবকের কাছ থেকে ৩১ হাজার টাকা এবং মহিলার কাছ থেকে ২২ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে নেওয়া হয়।

এরপর সান্সি উন্নয়ন পরিষদের কাছে খবর আসতেই তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে জরিমানার টাকা খাপ পঞ্চায়েতের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলেও অভিযোগ ওঠে। পরিষদের প্রতিনিধির তরফ থেকে জানা যায় যে, এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এত মানুষের জমায়েত নিয়েও পৃথক মামলার দাবি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বতমানে সান্সি উন্নয়ন পরিষদের অভিযোগকে ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!