এখন পড়ছেন
হোম > জাতীয় > ওমিক্রণ সংক্রমণের পটভূমিতে ভোটগ্রহণ কতটা যুক্তিযুক্ত? পরিস্থিতি বিচারে বৈঠক নির্বাচন কমিশনের

ওমিক্রণ সংক্রমণের পটভূমিতে ভোটগ্রহণ কতটা যুক্তিযুক্ত? পরিস্থিতি বিচারে বৈঠক নির্বাচন কমিশনের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২২ সালে দেশের পাঁচটি রাজ্য রয়েছে বিধানসভা ভোট। যার মধ্যে অন্যতম হলো উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশ ছাড়াও অন্যান্য ভোটমুখী রাজ্যগুলি হলো মনিপুর, উত্তরাখন্ড, গোয়া ও পাঞ্জাব। আগামী ফেব্রুয়ারি- মার্চ মাসে এই রাজ্যগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশে যেভাবে বাড়তে শুরু করেছে ওমিক্রণ। এই পরিস্থিতিতে ভোটগ্রহণ কতটা প্রাসঙ্গিক? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কোন রাজ্যে কেমন অবস্থা ওমিক্রণ এর? ওমিক্রণ রোধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। দেশে যেভাবে বাড়ছে ওমিক্রণ এর সংক্রমণ, তাই এই অবস্থায় ভোটগ্রহণ কতটা যুক্তিযুক্ত? তা ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। তাই ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যগুলোর করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করতে আগ্রহী কমিশন।

প্রসঙ্গত,কিছুদিন আগেই অমিক্রণ আতঙ্কের কারণে এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে উত্তর প্রদেশে ভোট স্থগিত করার আহ্বান জানানো হয়েছিল। নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে দেখা গিয়েছিল আদালতকে। এর পরেই আজ জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। এদিকে, দেশের মোট ওমিক্রণ আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি চলে গেছে। দেশের ১৯ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যে ভোট ঘোষণা করে কিনা নির্বাচন কমিশন? সেদিকে দৃষ্টি রয়েছে বিশেষজ্ঞ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!